মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় বারিমণ্ডল প্রশ্ন উত্তর | wbbse class 10 geography chapter 3 MCQ

মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় বারিমন্ডল প্রশ্ন উত্তর দশম শ্রেনী ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর Madhyamik Geography chapter 3
মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর

মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় বারিমণ্ডল 

মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর 2025 WBBSE Madhyamik Geography chapter 3 MCQ question and answers. মাধ্যমিক ভূগোল এর তৃতীয় অধ্যায় বারিমন্ডল থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর গুলি নিচে দেওয়া হলো। নিচে দেওয়া এই প্রশ্নগুলি আগামী 2025 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষায় খুবই আসার সম্ভবনা রয়েছে। তোমারা যারা এবছর দশম শ্রেণীতে পড়ছো এবং 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা নিচে দেওয়া প্রশ্নগুলো ভালো করে পড়লে নিশ্চয়ই অনেক ভালো রেজাল্ট করতে পারবে। 

WBBSE Madhyamik Geography chapter 3 MCQ

প্রশ্ন: সমুদ্রস্রোত উৎপত্তির প্রধান কারণ হলো – 
a) এল নিনোর প্রভাব
b) বায়ুপ্রবাহ
c) পৃথিবীর আবর্তন
d) সমুদ্রজলের উষ্ণতা
উঃ বায়ুপ্রবাহ

প্রশ্ন: শীতল ও উষ্ণ সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয়-
a) হিমানী সম্প্রপাত
b) হিমশৈল
c) হিমগুল্ম
d) হিমপ্রাচীর
উঃ হিমপ্রাচীর

প্রশ্ন: পৃথিবীর গভীরতম ও বৃহত্তম মহাসাগর হল –
a) ভারত মহাসাগর
b) আটলান্টিক মহাসাগর
c) বঙ্গোপসাগর
d) প্রশান্ত মহাসাগর
উঃ প্রশান্ত মহাসাগর

প্রশ্ন: নিম্নের কোনটি একটি শীতল স্রোত ?
a) ব্রাজিল স্রোত
b) পশ্চিম অস্ট্রেলীয় স্রোত
c) বাহামা স্রোত
d) বেঙ্গুয়েলা স্রোত
উঃ পশ্চিম অস্ট্রেলীয় স্রোত

প্রশ্ন: যে মহাসাগরে ঋতুপরিবর্তনের সাথে সাথে সমুদ্রস্রোতের ১৮০ ° দিক পরিবর্তন ঘটে তা হলো –
a) আটলান্টিক
b) ভারত
c) প্রশান্ত
d) কুমেরু
উঃ ভারত

প্রশ্ন: মৌসুমি বায়ুর প্রভাবে কি হয়?
a) ভারত মহাসাগর-এর সমুদ্রস্রোতের দিক পরিবর্তন হয়
b) আটলান্টিক
c) প্রশান্ত
d) সুমেরু
উঃ ভারত মহাসাগর-এর সমুদ্রস্রোতের দিক পরিবর্তন হয়

প্রশ্ন: গ্র্যান্ড ব্যাংক কিসের উদাহরণ ?
a) মগ্নচড়া
b) শীতল স্রোত
c) উষ্ণ স্রোত
d) দ্বীপ
উঃ মগ্নচড়া

প্রশ্ন: কোথায় শৈবাল সাগর সৃষ্টি হয়েছে ?
a) সুমেরু মহাসাগর
b) ভারত মহাসাগর
c) কুমেরু মহাসাগর
d) আটলান্টিক মহাসাগর 
উঃ আটলান্টিক মহাসাগর 

প্রশ্ন: সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে কি বলে ?
a) হিমপ্রাচীর
b) মগ্নচড়া
c) হিমশৈল
d) শৈবাল সাগর
উঃ হিমশৈল

প্রশ্ন: অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় কি রূপে?
a) অন্তঃস্রোত রূপে
b) বহিঃস্রোত রুপে
c) মধ্যম স্রোত রূপে
d) পরিচলন স্রোত রূপে
উঃ অন্তঃস্রোত রূপে

প্রশ্ন: কোন মহাসাগরে পৃথিবীর সর্বাধিক জাহাজ যাতায়াত করে ?
a) আটলান্টিক মহাসাগরে
b) উত্তর আটলান্টিক মহাসাগরে
c) প্রশান্ত মহাসাগরে
d) ভারত মহাসাগরে
উঃ উত্তর আটলান্টিক মহাসাগরে

প্রশ্ন: বেঙ্গুয়েলা স্রোত হল একটি –
a) ঊর্ধ্বগামী শীতল স্রোত
b) ঊর্ধ্বমুখী উষ্ণ স্রোত
c) নিম্নগামী শীতল স্রোত
d) নিম্নমুখী উষ্ণ স্রোত
উঃ ঊর্ধ্বগামী শীতল স্রোত

প্রশ্ন: যে উপকূল অঞ্চলে উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাব্রাডর স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝার সৃষ্টি করে, তা হল –
a) ফ্লোরিডা উপকূল
b) নিউ ফাউন্ডল্যান্ড উপকূল
c) পেরু উপকূল
d) গিনি উপকূল
উঃ নিউ ফাউন্ডল্যান্ড উপকূল

প্রশ্ন: কোন মহাসাগরে ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয় ?
a) আটলান্টিক মহাসাগরে
b) প্রশান্ত মহাসাগরে
c) ভারত মহাসাগরে
d) বঙ্গোপসাগরে
উঃ প্রশান্ত মহাসাগরে

প্রশ্ন: কোন তিথিতে মরা কোটাল হয়?
a) শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে
b) অমাবস্যা তিথিতে
c) পঞ্চমী তিথিতে
d) পূর্ণিমা তিথিতে
উঃ শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে

প্রশ্ন: সুস্পষ্ট হিমপ্রাচীর কোথায় দেখতে পাওয়া যায়? 
a) ভারত মহাসাগর
b) সুমেরু মহাসাগরে
c) প্রশান্ত মহাসাগর
d) আটলান্টিক মহাসাগর
উঃ আটলান্টিক মহাসাগর

প্রশ্ন: কোন সময় নদীতে বানডাকা হয়?
a) গৌণ জোয়ার
b) মরা কোটাল
c) পূর্ণিমার সময়
d) ভরা কোটাল
উঃ ভরা কোটাল

প্রশ্ন: সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি?
a) নিয়ত বায়ুপ্রবাহ
b) লবণতার পার্থক্য
c) বরফের গলন
d) উষ্ণতার পার্থক্য
উঃ নিয়ত বায়ুপ্রবাহ

প্রশ্ন: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম হলে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে বলা হয়-
a) পেরিজি জোয়ার
b) অ্যাপোজি জোয়ার
c) মরা কোটাল
d) ভরা কোটাল
উঃ পেরিজি জোয়ার

প্রশ্ন: দুটি গৌণ ও দুটি মূখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হল -
a) 12 ঘণ্টা 26 মিনিট
b) 24 ঘন্টা 52 মিনিট
c) 12 ঘণ্টা
d) 24 ঘণ্টা
উঃ 12 ঘণ্টা 26 মিনিট

প্রশ্ন: দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল –
a) 24 ঘন্টা 57 মিনিট
b) 24 ঘন্টা 52 মিনিট
c) 12 ঘন্টা 26 মিনিট
d) 6 ঘন্টা 13 মিনিট
উঃ 24 ঘন্টা 52 মিনিট

প্রশ্ন: শৈবাল সাগর যে মহাসাগরে দেখা যায় তা হল –
a) আরব সাগরে
b) ভারত মহাসাগরে
c) উত্তর আটলান্টিক মহাসাগরে
d) দক্ষিণ আটলান্টিক মহাসাগরে
উঃ উত্তর আটলান্টিক মহাসাগরে

প্রশ্ন: পেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব কত?
a) 3 লক্ষ 56 হাজার মাইল
b) 4 লাখ 57 হাজার কিমি
c) 3 লক্ষ 84 হাজার মাইল
d) 3 লক্ষ 56 হাজার কিমি
উঃ 3 লক্ষ 56 হাজার কিমি

প্রশ্ন: আটলান্টিক মহাসাগরে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত স্রোতকে বলা হয় – 
a) বেঙ্গুয়েলা স্রোত 
b) সোমালি স্রোত
c) উষ্ণ উপসাগরীয় স্রোত 
d) ক্যানারি স্রোত
উঃ বেঙ্গুয়েলা স্রোত 

প্রশ্ন: চাঁদ অপেক্ষা সুর্যের ভর কত গুণ বেশি ?
a) 255 গুণ বেশি
b) 552 গুণ কম
c) 270 গুণ কম
d) 155 গুণ বেশি
উঃ 255 গুণ বেশি

প্রশ্ন: যে অঞ্চলে সাধারণত উস্ন স্রোত সৃষ্টি হয় তা হল–
a) মেরুপ্রদেশীয় অঞ্চলে
b) নিরক্ষীয় অঞ্চলে 
c) উপক্রান্তীয় অঞ্চলে
d) ক্রান্তীয় অঞ্চলে
উঃ ক্রান্তীয় অঞ্চলে

প্রশ্ন: জোয়ার - ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল হল প্রায় –
a) 2 ঘন্টা
b) 4 ঘণ্টা
c) 6 ঘন্টা
d) 8 ঘন্টা
উঃ 6 ঘন্টা

প্রশ্ন: হিমপ্রাচীর যে দুই স্রোতের সীমারেখা বরাবর সৃষ্টি হয় তা হল –
a) কুরোশিয়ো ও ওয়াশিয়ো স্রোত 
b) ক্যানারি ও ইরমিঙ্গার স্রোত
c) ল্যাব্রাডর ও উপসাগরীয় স্রোত
d) উঃ ল্যাব্রাডর ও উপসাগরীয় স্রোত

প্রশ্ন:সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করলে তাকে বলা হয় –
a) সিজিগি
b) পেরিজি
c) অনুসুর
d) অ‍্যাপোজি
উঃ সিজিগি

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি?
a) ডগার ব্যাংক
b) গ্র্যান্ড ব্যাংক 
c) জর্জেস ব্যাংক
d) রফল ব্যাংক
উঃ গ্র্যান্ড ব্যাংক 

প্রশ্ন: কোথায় ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে?
a) উপসাগরীয় স্রোত
b) নিরক্ষীয় প্রতিস্রোত থেকে
c) দক্ষিণ নিরক্ষীয় স্রোত
d) উত্তর নিরক্ষীয় স্রোত
উঃ দক্ষিণ নিরক্ষীয় স্রোত

প্রশ্ন: যে স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারাবছর বরফমুক্ত থাকে সেটি হল –
a) কুরোশিয়ো স্রোত
b) উত্তর নিরক্ষীয় স্রোত
c) উত্তর নিরক্ষীয় স্রোত
d) উষ্ণ উপসাগরীয় স্রোত 
উঃ উষ্ণ উপসাগরীয় স্রোত 

প্রশ্ন: গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া কোথায় অবস্থিত?
a) সুমেরু মহাসাগরে
b) ভারত
c) প্রশান্ত
d) আটলান্টিক
উঃ আটলান্টিক

প্রশ্ন: কিসের দ্বারা ভারতমহাসাগরের সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয়?
a) লা নিনা – এর দ্বারা 
b) পশ্চিমা বায়ুর দ্বারা 
c) মৌসুমি বায়ুর দ্বারা
d) আয়ন বায়ু – র দ্বারা
উঃ মৌসুমি বায়ুর দ্বারা

প্রশ্ন: কোন নদীতে বানডাকা দেখা যায় ?
a) তিস্তা নদীতে
b) দামোদর নদীতে
c) মহানন্দা নদীতে
d) হুগলি নদীতে
উঃ হুগলি নদীতে

প্রশ্ন: মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত শাখাকে কি বলে?
a) পেরু স্রোত
b) কুরোশিয়ো
c) আগুলহাস
d) কাম্‌চাট্‌কা
উঃ আগুলহাস

প্রশ্ন: মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে কত ডিগ্রি কোণে অবস্থান করে ?
a) 80°
b) 90°
c) 120°
d) 360°
উঃ 90°

প্রশ্ন: নিচের কোনটি উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত
a) বেঙ্গুয়েলা স্রোত
b) কুরোশিয়ো স্রোত
c) কামচটকা স্রোত
d) ক্যানারি স্রোত
উঃ ক্যানারি স্রোত

প্রশ্ন: পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে?
a) অ্যাপোজি
b) পেরিজি
c) অপসুর
d) সিজিগি
উঃ অ্যাপোজি

প্রশ্ন: নিচের কোনটি একটি শীতল স্রোতের স্বাভাবিক উৎসস্থল
a) মেরুপ্রদেশীয় অঞ্চল
b) নিরক্ষীয় অঞ্চল
c) নাতিশীতোয় অঞ্চল
d) উষ্ণমণ্ডল
উঃ মেরুপ্রদেশীয় অঞ্চল

প্রশ্ন: কোন তিথিতে ভরা কোটাল হয়?
a) পঞ্চমী
b) অষ্টমী
c) পূর্ণিমা
d) দশমী
উঃ পূর্ণিমা

প্রশ্ন: চাঁদ অপেক্ষা সূর্যের ভর হল – 
a) ১৫৫ গুণ বেশি
b) ২৫৫ গুণ বেশি
c) ৩৫৫ গুণ বেশি
d) ৪৫৫ গুণ বেশি
উঃ ২৫৫ গুণ বেশি

প্রশ্ন:  যে মহাসাগরে বেঙ্গুয়েলা স্রোত বয়ে যায় তা হল –
a) আটলান্টিক মহাসাগর
b) প্রশান্ত মহাসাগর
c) কুমেরু মহাসাগর
d) ভারত মহাসাগর
উঃ আটলান্টিক মহাসাগর

প্রশ্ন: পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ মান সূর্য অপেক্ষা –
a) 8.8 গুণ বেশি
b) ৮.৮ গুণ বেশি
c) ২.২ গুণ বেশি
d) ৬.৬ গুণ বেশি
উঃ ২.২ গুণ বেশি

প্রশ্ন: প্রতিযোগ অবস্থানের সময় কোন তিথি থাকে?
a) অষ্টমী
b) পূর্ণিমা
c) পঞ্চমী তিথি
d) অমাবস্যা
উঃ পূর্ণিমা

প্রশ্ন: ভূপৃষ্ঠের জলভাগে প্রতিটি স্থানে দিনে কত বার জোয়ার হয়?
a) দু বার
b) তিনবার
c) চারবার
d) একবার
উঃ দু বার

প্রশ্ন: যে মহাসাগরে ঋতুপরিবর্তনের সাথে সাথে সমুদ্রস্রোতের ১৮০ ° দিক পরিবর্তন ঘটে তা হল –
a) ভারত
b) আটলান্টিক
c) কুমেরু
d) প্রশান্ত
উঃ ভারত

প্রশ্ন: মরা কোটালে চন্দ্র – সূর্যের পারস্পরিক কি অবস্থান থাকে?
a) সরলরেখায়
b) সমকোণে
c) সমান্তরালে
d) কোনোটাই নয় 
উঃ সমকোণে

প্রশ্ন: যে মহাসাগরে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া অবস্থিত –
a) দক্ষিণ আটলান্টিক মহাসাগর 
b) দক্ষিণ প্রশান্ত মহাসাগর
c) উত্তর আটলান্টিক মহাসাগর
d) প্রশান্ত মহাসাগর
উঃ উত্তর আটলান্টিক মহাসাগর

প্রশ্ন: কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ , সূর্য ও পৃথিবীর অবস্থান কেমন হয় ?
a) ৪৫ ° কোণে 
b) ৫০ ° কোণে
c) ৯০ ° কোণে
d) সরলরেখায়
উঃ সরলরেখায়

প্রশ্ন: যে সমুদ্রস্রোতটি তিনটি মহাসাগরে বয়ে যায় সেটি হল –
a) মৌসুমি স্রোত
b) উপসাগরীয় স্রোত
c) নিরক্ষীয় স্রোত
d) উত্তর আটলান্টিক মহাসাগর
উঃ নিরক্ষীয় স্রোত

প্রশ্ন: মুখ্য জোয়ারের প্রতিপাদস্থানে হয় –
a) মুখ্য জোয়ার
b) গৌণ জোয়ার
c) ভাটা
d) ভরা জোয়ার
উঃ গৌণ জোয়ার

প্রশ্ন: সমুদ্রস্রোতের দিক বিক্ষেপের প্রধান কারণ হল –
a) সমুদ্রজলের লবণতা
b) বায়ুপ্রবাহ
c) পৃথিবীর পরিক্রমণ
d) কোরিওলিস বল
উঃ কোরিওলিস বল

প্রশ্ন: অমাবস্যা তিথিতে চাঁদ কোথায় অবস্থান করে ?
a) একই সরলরেখায় একপাশে পৃথিবী অন্যপাশে সূত্রে
b) পৃথিবী সূর্যের সাথে স্থূল কোণে
c) পৃথিবী ও সূর্যের মাঝখানে
d) পৃথিবী ও সূর্যের সমকোণে
উঃ একই সরলরেখায় একপাশে পৃথিবী অন্যপাশে সূত্রে

প্রশ্ন: মহাসমুদ্রের যে স্থানটি মৎস্য আহরণে বিখ্যাত –
a) নিরক্ষীয় প্রতিস্রোত অঞ্চল
b) উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চল
c) পৃথিবীর পরিক্রমণ
d) শীতল স্রোত অঞ্চল
উঃ উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চল

প্রশ্ন: চন্দ্রের একবার পৃথিবী পরিক্রমণ করতে কত সময় লাগে ?
a) ২৪ দিন
b) ২৫ দিন
c) ২৭ ¹/³ দিন
d) ২৯ ১/২ দিন
উঃ ২৭ ¹/³ দিন

কথোপকথনে যোগ দিন