একক কাকে বলে? বিভিন্ন ভৌত রাশির একক তালিকা PDF
প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা আলোচনা করবো একক কাকে বলে? একক কত প্রকার ও কি কি এবং বিভিন্ন ভৌত রাশির একক তালিকা নিয়ে। এটি ভৌত বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এই বিষয় থেকে প্রশ্ন এসে থাকে যেমন: একক কাকে বলে? এককের প্রকারভেদ ? CGS পদ্ধতিতে চাপের একক ? SI পদ্ধতিতে বলের একক কী ? তাই আজকের এই পোস্টে আমরা বিভিন্ন ভৌত রাশির একক PDF গুলি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। নিম্নের তালিকাগুলি মনে রাখলে ভৌত রাশির একক থেকে যেকোনো প্রশ্নের উত্তর খুব সহজেই করতে পারবেন। তাই আর সময় নষ্ট না করে নিম্নের তালিকাগুলি দেখে নাও এবং পিডিএফটি সংগ্রহ করে নাও।
একক কাকে বলে
যদি কোনো একটি বস্তুর নির্দিষ্ট অংশকে প্রমাণ হিসাবে ধরে ওই সম্পূর্ন বস্তুটাকে পরিমাপ করা হয় তাহলে ওই নির্দিষ্ট অংশটিকে বলা হয় একক অর্থাৎ যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে একক (Unit) বলে।
এককের প্রকারভেদ
- মৌলিক একক
- লব্ধ বা যৌগিক একক
- ব্যবহারিক একক
মৌলিক একক: যে একক অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয় এবং একেবারে স্বাধীন তাকে মৌলিক একক বলে।
লব্ধ বা যৌগিক একক: যে সমস্ত একক একাধিক মৌলিক একক থেকে পাওয়া যায় লাভ করা যায় তাদেরকে যৌগিক একক বা লব্ধ একক বলে। সাতটি মৌলিক একক ছাড়া বাকী সব একক লব্ধ একক।
ব্যবহারিক একক: কিছু কিছু মৌলিক একক খুব বড় বা ছোট হওয়ায় ব্যবহারিক কাজে তাদের উপগুণিতক (ভগ্নাংশ) বা গুণিতক গুলি একক হিসেবে ব্যবহৃত হয়। এই সকল একককে ব্যবহারিক একক বলে।
বিভিন্ন ভৌত রাশির একক
নং | ভৌত রাশি | SI একক | CGS একক |
---|---|---|---|
১ | দৈর্ঘ্য বা দুরত্ব | মিটার | সেন্টিমিটার |
২ | ভর | কিলোগ্রাম | গ্রাম |
৩ | চাপ | নিউটন বা পাস্কাল | ডাইন |
৪ | ত্বরণ | মিটার/ বর্গ সেকেন্ড | সেন্টিমিটার/বর্গ সেকেন্ড |
৫ | সরণ | মিটার | সেন্টিমিটার |
৬ | ক্ষেত্রফল | বর্গ মিটার | বর্গ সেন্টিমিটার |
৭ | আয়তন | ঘন মিটার | ঘন সেন্টিমিটার |
৮ | ঘনত্ব | কিলোগ্রাম | গ্রাম |
৯ | বেগ | মিটার/সেকেন্ড | সেন্টিমিটার/সেকেন্ড |
১০ | বল | নিউটন | ডাইন |
১১ | ক্ষমতা | ওয়াট বা জুল/সেকেন্ড | আর্গ/সেকেন্ড |
১২ | শক্তি বা কার্য | জুল | আর্গ |
১৩ | রোধ | ওহম | --- |
১৪ | পদার্থের পরিমান | মোল | --- |
১৫ | রোধাঙ্ক | ওহম-মিটার | ওহম সেমি |
১৬ | কম্পাঙ্ক | --- | হার্জ |
১৭ | তড়িৎ বিভব | ভোল্ট | --- |
১৮ | তড়িদাধান | কুলম্ব | --- |
১৯ | তড়িৎ প্রবাহ | অ্যাম্পিয়ার | স্ট্যাট অ্যাম্পিয়ার |
২০ | উষ্ণতা | কেলভিন | সেলসিয়াস |
২১ | তাপ | জুল | ক্যালোরি |
২২ | লীন তাপ | জুল/কিলোগ্রাম | ক্যালোরি/গ্রাম |
২৩ | তাপমাত্রা | কেলভিন | সেলসিয়াস বা ফারেনহাইট |
২৪ | দীপন প্রাবল্য | ক্যান্ডেলা | --- |
২৫ | কোণ | রেডিয়ান | --- |
২৬ | জলসম | কিলোগ্রাম | গ্রাম |
২৭ | সময় | সেকেন্ড | সেকেন্ড |
২৮ | ঘাত | নিউটন/সেকেন্ড | ডাইন/সেকেন্ড |
কথোপকথনে যোগ দিন