Adverb কাকে বলে

Adverb কাকে বলে 

Adverb হল একটি part of speech যা একটি verb, adjective বা অন্য কোন adverb কে modify করে। ইহা এমনকি Sentence কেও Modify করতে পারে। যেমন: beautiful, always, nicely, fluently ইত্যাদি।

Adverb এর উদাহরণ
He ran quickly across the field.
We will visit the museum tomorrow afternoon.
I absolutely love this song! 

Adverb কত প্রকার ও কি কি

ব্যবহার এর ভিত্তিতে Adverb-কে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। যথা:-
1) Simple adverb
2) Relative adverb or Conjunctive adverb
3) Interrogative adverb

Simple adverb কাকে বলে 

যে Adverb গুলি শুধুমাত্র কোন শব্দ বা বাক্যকে Modify করে তাকে Simple Adverb বলে। যেমন: Beautifully, Frequently, Surely, slowly ইত্যাদি।

উদাহরণ:
He spoke loudly during the presentation.
She never forgets a birthday. 
We can go there for our vacation. 

Simple adverb কে আবার আট ভাগে ভাগ করা হয়। যথা:-
1) Adverb of Time
2) Adverb of Place
3) Adverb of Manner
4) Adverb of Frequency
5) Adverbs of Affirmation and Negation
6) Adverbs of Degree
7) Adverb of Cause and Effect
8) Adverb of Order

Adverb of Time 

যেসব adverb কোনো কাজ কখন বা কোন সময়ে সম্পন্ন হয়েছে তা উল্লেখ করে তখন তাকে Adverb of time বলা হয়। যেমন: now, always, today, yesterday, tomorrow ইত্যাদি।

উদাহরণ:
She always arrives early for meetings.
We will be leaving tomorrow afternoon.
India played well in yesterday's match.

Adverb of Place

verb এর কাজ কোথায় সম্পন্ন হয়েছে তা যে word বা শব্দের মাধ্যমে জানা যায়, তাকে Adverb of Place বলে। যেমন: here, there, near, outside, home ইত্যাদি।

উদাহরণ:
The airplane soared high above the fluffy clouds.
We hid the treasure carefully under the floorboards.
Let's meet outside the coffee shop at noon. 

Adverb of Manner

যে adverb দ্বারা কোনো কাজ কিভাবে সম্পন্ন হয় তা জানা যায়, তাকে Adverb of Manner বলে। যেমন: slowly, quickly, happily, Beautifully ইত্যাদি। 

উদাহরণ:
He walked slowly down the quiet street.
She danced gracefully across the stage.
They whispered secretly in the corner.

Adverb of Frequency

যে adverb কোন কাজ কতবার বা কত ঘন ঘন সম্পন্ন হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে। যেমন: frequently, once, always, usually ইত্যাদি।

উদাহরণ:
She regularly volunteers at the animal shelter.
We occasionally go out for dinner on weekends.
The train rarely runs late. 

Adverbs of Affirmation and Negation  

যে শব্দ গুলি কোনো কিছু সত্য কি মিথ্যা তা নির্দেশ করে অথবা কার্য সম্পন্নের নিশ্চয়তা ও অনিশ্চয়তা প্রদান করে তাকে Adverb of Assertion or Negation বলা হয়। যেমন: yes, no, not, never, truly, certainly ইত্যাদি। 

উদাহরণ:
Absolutely, I agree with your proposal.
No, I haven't seen that movie yet.
She is hardly ever on time.

Adverbs of Degree

যে adverb গুলি Adjective, verb বা adverb-এর আগে বসে কোনো কাজ সম্পন্ন হওয়ার পরিমাণ, মাত্রা ও সংখ্যাকে নির্দেশ করে তাকে Adverb of Degree বলা হয়। যেমন: kind, barely, quite, incredibly, fluently ইত্যাদি।

উদাহরণ:
She is incredibly talented. 
We barely made it on time. 
The movie was quite entertaining. 

Adverb of Cause and Effect 

যে adverb কোন কাজ সম্পন্ন হওয়ার কারণ বা ফলাফল প্রকাশ করে। তাকে Adverb of Cause and Effect বলে। যেমন: however, hence, because, consequently ইত্যাদি।

উদাহরণ:
Because it was raining heavily, the picnic was canceled.
She studied diligently, therefore, she aced the exam.

Adverb of Order

যে adverb দ্বারা Verb-এর কার্য সম্পন্ন হওয়ার পর্যায় বোঝায় তাকে Adverb of Order বলে। যেমন: Firstly, Secondly, Thirdly, Lastly ইত্যাদি।

উদাহরণ:
I'm going to the park today. Firstly, I want to enjoy a refreshing walk in the crisp morning air. Secondly, I plan to have a picnic lunch under the shade of a big tree. Thirdly, I might even bring a book to catch up on some reading.

Relative adverb or Conjunctive adverb কাকে বলে 

Relative adverb: যে adverb পূর্ববর্তী কোন noun বা pronoun এর সাথে সম্পর্ক স্থাপন করে এবং দুটি Clause বা Sentence-কে যুক্ত করে তাকে relative adverb বলে। 

উদাহরণ:
The bakery where we buy our bread just won an award. 
I remember the time when we used to play outside all day. 
We can discuss the reason why you're upset. 

Conjunctive adverb: যে adverb দুইটি Sentence বা বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে কিন্তু Adverb গুলির সাথে পূর্ববর্তী শব্দের কোন সম্পর্ক বা relation থাকে না তাকেই Conjunctive adverb বলে।

উদাহরণ:
She aced the exam; however, she didn't feel particularly challenged.
We can go to the park, or we could stay in and watch a movie. 
The traffic was heavy, so we arrived late.

Interrogative adverb কাকে বলে 

যে adverb গুলি প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয়, তাকে Interrogative adverb বলে। 

উদাহরণ:
When are you planning your next vacation?
Where did you find such a beautiful scarf?
How do you manage to stay so organized?

Post a Comment

নবীনতর পূর্বতন