Person কাকে বলে? Person কত প্রকার ও কী কী
Person কাকে বলে
বাক্যে সমাপিকা ক্রিয়া পদের বিভিন্ন কর্তার মধ্যে যে পার্থক্য তাকে Person বলে। অথবা,
বাক্যে বা Sentence-এ ব্যবহৃত যে সমস্ত Noun বা Pronoun কে কেন্দ্র করে Verb এর কাজ সম্পন্ন করা হয় তাকে Person বা পুরুষ বলে । যেমন: i, we, you, he, she, they ইত্যাদি।
উদাহরণ
I am go to school.
You are a good girl.
Rohan plays football.
Person কত প্রকার
Person তিন প্রকার যথা:-
1) First Person
2) Second Person
3) Third Person
First Person কাকে বলে
Sentence বা বাক্যে ব্যবহৃত যে শব্দ গুলি আমার সাথে সম্পর্কিত সেই শব্দগুলোকে First Person বলে । যেমন: I, we, me, my, our, us ইত্যাদি।
উদাহরণ
I am a good student.
We went to the park.
Please come with me.
Second Person কাকে বলে
Sentence বা বাক্যে ব্যবহৃত যে শব্দ গুলি তোমার সাথে সম্পর্কিত সেই শব্দগুলোকে Second Person বলে । যেমন: you, your, yours ইত্যাদি।
উদাহরণ
You can do it.
What is your name?
This book is yours.
Third Person কাকে বলে
Sentence বা বাক্যে ব্যবহৃত যে Noun ও Pronoun গুলি আমি এবং তুমি সম্পর্কিত, সেই শব্দগুলি ছাড়া অবশিষ্ট সমস্ত noun ও pronoun গুলোকে third person বলে।
উদাহরণ
Rajim worked hard at his job.
She likes icecream.
They are playing football.
Person | Singular | Plural |
---|---|---|
First person | I (আমি) | We (আমরা) |
Second person | You (তুমি) | You (তোমরা) |
Third person | He/She (সে) | They (তারা) |
কথোপকথনে যোগ দিন