চিনুক কি? চিনুক বায়ু কাকে বলে
প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করবো চিনুক কি বা চিনুক বায়ু কাকে বলে? চিনুক শব্দের অর্থ কি কোথায় প্রবাহিত হয় ও বৈশিষ্ট্য নিয়ে। এটি ভূগোলের খুবই গুরুত্বপূর্ন একটি প্রশ্ন যা প্রায়শই পরীক্ষায় এসে থাকে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক ।
চিনুক কি
চিনুক হল একপ্রকারের স্থানীয় বায়ু। বসন্তকালে উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢাল থেকে প্রেইরি অঞ্চলের দিকে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে চিনুক বলে।
চিনুক কাকে বলে
উত্তর আমেরিকার রকি পর্বতের প্রতিবাত ঢাল বরাবর আদ্র বায়ু উপরে উঠে বৃষ্টিপাত ঘটিয়ে অনুবাত ঢালে নেমে এসে উষ্ণ ও শুষ্ক বায়ুরূপে প্রবাহিত হয়। এই উষ্ণ ও শুষ্ক বায়ুকে স্থানীয় ভাষায় চিনুক বলে।
চিনুক শব্দের অর্থ কি
চিনুক একটি রেড ইন্ডিয়ান শব্দ, যার অর্থ তুষার ভক্ষক বা স্লো ইটার। পর্বতের অনুবাত ঢাল বরাবর বায়ু নিচে নেমে আসে ফলে বায়ুর উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায় যার কারণে অনুবাত ঢালের বরফ গলে যায় ফলে পর্বতের পাদদেশে তৃণভূমি অঞ্চল তুষারমুক্ত থাকে যার কারণে এই বায়ুকে স্থানীয় রেড ইন্ডিয়ানরা 'চিনুক' নাম দিয়েছেন।
চিনুক বায়ু কোথায় প্রবাহিত হয়
রকি পর্বতের পূর্বঢালে কোলোরাডো থেকে উত্তরে কানাডার ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত প্রায় কয়েকশো কিলোমিটার পর্যন্ত চিনুক বায়ু তার প্রভাব বিস্তার করে।
চিনুক বায়ুর প্রভাব
এই বায়ুর গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি ফারেনহাইট যার প্রভাবে রকি পর্বতের পাদদেশের বরফ গলে যায় এবং পর্বতের পাদদেশ অঞ্চল তুষারমুক্ত হয়ে যায়। চিনুকের প্রভাবে প্রেইরি অঞ্চলের উষ্ণতা প্রায় ২০° সেলসিয়াস বেড়ে যায় এবং বিস্তীর্ণ অঞ্চলে জমা বরফ গলে যায় ফলে প্রেইরী তৃণভূমিতে পশুপালন করা সম্ভব হয়।
চিনুকের বৈশিষ্ট্য
চিনুক এর বৈশিষ্ট্যগুলি হল –
- চিনুক হলো উষ্ণ ও শুষ্ক বায়ুপ্রবাহ ।
- ইহা এক প্রকারের স্থানীয় বায়ুপ্রবাহ।
- চিনুক বসন্তকালে প্রবাহিত হয় ।
- স্থানীয় বায়ুচাপ ও তাপের তারতম্যের কারণে চিনুক বায়ু প্রবাহের উৎপত্তি হয় ।
কথোপকথনে যোগ দিন