ঝুলন্ত উপত্যকা কাকে বলে? ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন?

এই পোস্টে আলোচনা করা হয়েছে ঝুলন্ত উপত্যকা কাকে বলে? ঝুলন্ত উপত্যকার উদাহরণ ও বৈশিষ্ট্য এবং ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন?
ঝুলন্ত উপত্যকা কাকে বলে

প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো ঝুলন্ত উপত্যকা কাকে বলে? ঝুলন্ত উপত্যকার উদাহরণ ও বৈশিষ্ট্য এবং ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন? এটি ভূগোলের খুবই গুরুত্বপূর্ন একটি প্রশ্ন যা প্রায়শই পরীক্ষায় এসে থাকে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক ।

ঝুলন্ত উপত্যকা কাকে বলে

পার্বত্য অঞ্চলে, প্রধান হিমবাহের সাথে অনেকগুলি ছোট ছোট উপ-হিমবাহ এসে মিলিত হয়। উপ-হিমবাহে বরফের পরিমাণ কম থাকার কারণে উপত্যকা কম গভীর হয়। কিন্তু প্রধান হিমবাহে বরফের পরিমাণ বেশি থাকার কারণে উপত্যকা বেশি গভীর হয়। পরবর্তীকালে যখন হিমবাহ গলে যায়, তখন মনে হয় যেন উপ-হিমবাহ উপত্যকা গুলি প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই উপত্যকাকে ঝুলন্ত উপত্যকা বলা হয়।

ঝুলন্ত উপত্যকার উদাহরণ

ভারতের গাড়োয়াল হিমালয়ের বদ্রীনাথের কাছে নরপর্বত থেকে নীচের দিকে কুবের নামে এই রকম ঝুলন্ত উপত্যকা দেখা যায়।

ঝুলন্ত উপত্যকার বৈশিষ্ট্য

  • ঝুলন্ত উপত্যকা মূল হিমবাহের ওপর খাড়াভাবে অবস্থান করে ।
  • ঝুলন্ত উপত্যকার উপর দিয়ে নদী প্রবাহিত হলে জলপ্রপাত সষ্টি হয় ।
  • হিমবাহ সরে গিয়ে নদী প্রবাহিত হলে ঝুলন্ত উপত্যকার মুখে প্রায়ই জলপ্রপাত সৃষ্টি হয় ।

ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন

১) ঝুলন্ত উপত্যকার উপহিমাবাহ গুলি মূল হিমবাহের দেওয়ালে খাড়া ঢাল সৃষ্টি করে এবং তার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হলে তা জলপ্রপাতের সহায়ক হয়।

২) ঝুলন্ত উপত্যকার মধ্যে হিমবাহ ভেঙে পড়লে তা নদী ও জলপ্রপাতের সৃষ্টি করে।

৩) মূল হিমবাহের উপত্যকা সুগভীর হয় এবং তার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হলে উপত্যকার প্রান্তভাগে জলপ্রপাত সৃষ্টি হয়।

কথোপকথনে যোগ দিন