উপনদী কাকে বলে? ভারতের বিভিন্ন নদীর উপনদী

এই পোস্টে উপনদী কাকে বলে? উপনদীর বৈশিষ্ট্য, বিভিন্ন নদীর উপনদী তালিকা গঙ্গা নদীর প্রধান উপনদী কোনটি ইত্যাদি আলোচনা করা হয়েছে।
উপনদী কাকে বলে

প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো উপনদী কাকে বলে? উপনদীর উদাহরণ ও বৈশিষ্ট্য এবং গঙ্গার প্রধান উপনদীর নাম কি? ব্রহ্মপুত্র নদীর প্রধান উপনদী কোনটি ইত্যাদি ভূগোলের খুবই গুরুত্বপূর্ন প্রশ্ন যা প্রায়শই পরীক্ষায় এসে থাকে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক।

উপনদী কাকে বলে 

প্রধান নদীর গতিপথে অনেক ছোট ছোট নদী এসে প্রধান নদীর সঙ্গে মিলিত হয় এই সমস্ত ছোট ছোট নদী গুলিকে মূল নদী বা প্রধান নদীর উপনদী বলে। যেমন: যমুনা, ঘর্ঘরা রামগঙ্গা, গোমতী, কোশী, গন্ডক প্রভৃতি গঙ্গার উপনদী

উপনদীর বৈশিষ্ট্য

উপনদীর বৈশিষ্ট্য গুলি হলো
  • উপনদী মূলত: উচ্চ প্রবাহ বা পার্বত্য প্রবাহে সৃষ্টি হয়।
  • উপনদী গুলি প্রধান নদী বা মূল নদীতে জলের যোগান দেয়।
  • উপনদী গুলি ভূমির ঢাল অনুসারে নেমে এসে মূলনদীতে মিলিত হয় ।
  • এগুলি দৈর্ঘ্যে ক্ষুদ্র এবং খরস্রোতা প্রকৃতির হয় ।
  • অনেকগুলি উপনদী একসঙ্গে মিলিত হয়ে একটি প্রধান নদী বা মূল নদী সৃষ্টি করে ।
  • উপনদীগুলিতে মূলত: ‘V’- আকৃতির উপত্যকা সৃষ্টি হয় তবে বিষয়ান্তরে তা ‘I’- আকৃতিরও হয়ে থাকে ।
  • উচ্চভূমির ঢাল ক্ষয় প্রাপ্ত হয়ে কমে গেলে উপনদীগুলি দুর্বল হয়ে যায় ।

ভারতের বিভিন্ন নদীর উপনদীর নাম

নদীর নাম উপনদীর নাম
গঙ্গা যমুনা, কোশী, ঘর্ঘরা, রামগঙ্গা, গণ্ডক
যমুনা বেতয়া, হিন্দন, কেন, টোনস
ব্রহ্মপুত্র তিস্তা, জিয়া, মানস, দিবং, ধানসিরি, ধরলা, বুড়িদিহিং
সিন্ধু চন্দ্রভাগা, শতদ্রু, ইরাবতী, বিপাশা, শায়ক, গিলগিট
দামোদর উশ্রী, বরাকর, কোনার, বোকারো
ভাগীরথী/হুগলি ময়ুরাক্ষী, দামোদর, অজয়, রূপনারায়ণ
কৃষ্ণা তুঙ্গভদ্রা, ভিমা, কয়না, ঘাটপ্রভা
কাবেরী ভবানী, কাবিনি, সিমশা, হেমাবতী
গোদাবরী বিন্দুসারা, ইন্দ্রাবতী, মঞ্জিরা, সর্বরী
নর্মদা অমরাবতী, অরসাং, বাঙ্গের, বর্নার, হেলন, তায়া
ময়ুরাক্ষী বক্রেশ্বর, দ্বারকা, কোপাই
সুবর্ণরেখা কাঞ্চি, দুলুং, খরকাই
মহানদী বৈতরনি, ব্রাহ্মণী, হাসদেও, শেওনাথ
তিস্তা রঙ্গিত, রজনী, খেল, গিশ
জলঢাকা দিহানা, মুক
ঘাটপ্রভা মার্কন্ডেয়
তাপ্তী পাঝরা, পূর্না, বোরি, গির্ণা
তুঙ্গভদ্রা হবরি, ভারদা
লুনি খারি, জয়াই, বাঁদি, গুহিয়া, সুকরি

কথোপকথনে যোগ দিন