ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা [PDF]
প্রিয় শিক্ষর্থীরা আমরা আজকে আলোচনা করবো ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা নিয়ে। এটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এই তালিকাটি থেকে প্রশ্ন এসে থাকে তাই আজকের এই পোস্টে আমরা ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা গুলি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। নিম্নের তালিকাগুলি মনে রাখলে, এই ধরণের প্রশ্নগুলির উত্তর খুব সহজে দেওয়া যাবে। তাই আর কোনো সময় নষ্ট না করে, নিম্নের তালিকাগুলি মনোযোগ সহকারে দেখুন এবং নিজেকে ধীরে ধীরে সঠিক ভাবে প্রস্তুত করুন।
ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা
রাজ্যের নাম | নৃত্য সমূহ |
---|---|
পশ্চিমবঙ্গ | ছৌ, গাজন, গম্ভীরা, কীর্তন, সাঁওতালি, যাত্রা, বাউল |
অন্ধ্রপ্রদেশ | কোট্টাম, ধীমসা, বনালু, ধামাল, গীতি ভগবতম, কুচিপুড়ি, মাথুরি, ভিরানাট্যম, বাথাকাম্মা |
অরুণাচল প্রদেশ | পপির, ওয়াংচ, বুইয়া, দামিন্দা, চালো, খামতি, পনাং |
অসম | কোঙ্গালি, খেল গোপাল, বিহু, রাসলীলা |
বিহার | কাজারি , ঝিঝিয়া, যাতা যতিন |
ছত্রিশগড় | পন্থি, সুয়া নাচা , শৈল, গেন্দি, কর্মা |
গোয়া | তালগাদি, ফুগরী, দেখনী, জাগর, ডালো, দিউলি, মান্ডো |
গুজরাট | ডান্ডিয়া রাস, গর্বা, টিপ্পানি, ভাবাই |
হিমাচল প্রদেশ | ঝোড়া, নাটি, ছাড়ি, ঝালি, কায়াঙ্গা |
হরিয়ানা | ঘুমর, ঝুমর, সোয়াং, লুর, বিণ বাসুরী, ফাগ, খরিয়া |
ঝাড়খণ্ড | ছৌ নাচ, সাঁওতাল নৃত্য, কর্মা, পাইকা, সরহুল |
কর্ণাটক | হাতারি, যক্ষগণ, লাম্বি, সুগি, কুনিথা |
কেরালা | মোহিনীনাট্টম, কথাকলি, কৃষ্ণ নাট্যম, কাইকোটিকালি, থেইয়াম, , সারি, দাসী অট্টম, কুম্মাত্তি, কুথিঅট্টম, থুষ্পি থুল্লাল, পান্না |
মধ্যপ্রদেশ | ফুলপতি, মুরিয়া মাটকি, আদা, লেহাঙ্গি , লোটা, তুন্ডাভালি, কর্মা, গৃদা, আহিরি, যাওয়ারা, পান্ডবাণী |
মহারাষ্ট্র | তামাশা, দাহিকলা, গাফা, লোভানি, লেজিন |
মণিপুর | মণিপুরী, রাসলীলা, কাবুই |
মেঘালয় | নংক্রেম, লাহো |
মিজোরাম | চেরাউ, খুয়াল্লাম, লাম, চেরোকান, বাঁশ-নৃত্য |
নাগাল্যান্ড | রংমা, জেলিয়াং, সুয়া লুয়া, যুদ্ধ নাচ, বাম্বু |
ওড়িশা | ছৌ, ওডিশি, সাভারি, রনপা, ঘুমারা |
পাঞ্জাব | ভাংরা, ধামান, গিদ্দা, ডাফ |
রাজস্থান | ঘুমার, ঝুমা, ঝুলন লীলা, চক্রী, গাঙ্গোর |
সিকিম | মুখোশ নাচ, সিকমারী, লিম্বু, চি রিমু, খুকুরী, তোমাং সেলো, লেপচা, ধান নাচ |
তামিলনাড়ু | ভরতনাট্যম, কলাট্টম, কুমি |
তেলেঙ্গানা | পেরিনি শিবাতান্ডবম |
ত্রিপুরা | গাজন, বিজু, , দাইলো, গালামুচামো, সংরাই, হোজাগিরি |
উত্তরপ্রদেশ | রাসলীলা, নোটাঙ্কি, চাপেলি, কথক, আহির, কাজরি, থোরা, সোয়াং, নাকাল, চারকুলা |
উত্তরাখণ্ড | রাসলীলা, কাজরী, চাপেলি |
File Details:
File Name: ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য তালিকা
Language: Bengali
Size: 530kb
File format: PDF
No of Pages: 02
কথোপকথনে যোগ দিন