Adjective কাকে বলে

Adjective কাকে বলে

যে সকল word বা শব্দ কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে তাদেরকে Adjective বা নাম বিশেষণ বলে। যেমন: good, bad, much, little, big, small, first, last ইত্যাদি।

উদাহরণ
Rahul is a good boy. - এই বাক্যে noun এর গুন প্রকাশ করেছে।
She is fine. - এই বাক্যে pronoun এর অবস্থা প্রকাশ করেছে।
They have three books. - এই বাক্যে pronoun এর সংখ্যা বুঝিয়েছে।

Adjective এর প্রকারভেদ 

Adjective কে সাধারণত চার ভাগে ভাগ করা যায়। যথা:-
1) Adjective of Quality বা Descriptive adjectives
2) Adjective of Quantity বা Quantitative Adjective
3) Adjective Of Number বা Numeral Adjective
4) Pronominal Adjective

Adjective of Quality বা Descriptive adjectives

যে সকল Adjective দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ বা অবস্থা বোঝায় তাকেই adjective of quality বলে। যেমন: good, bad, nice, beautiful, charming ইত্যাদি।

উদাহরণ:
I am a good student.
That girl is very beautiful.
Book reading is a nice hobby.

Adjective of Quantity বা Quantitative Adjective

যে সব Adjective কোন Noun বা Pronoun এর পরিমান বোঝাতে ব্যবহার করা হয় তাকে Adjective of Quantity বলা হয়। যেমন: much, more, little, some, enough, many ইত্যাদি।

উদাহরণ:
There are few books on the table.
There are many people on the street.
All the students are showing respect to the teacher.

Adjective Of Number বা Numeral Adjective

যে Adjective কোনো noun এর নির্দিষ্ট সংখ্যা, ক্রমিক অবস্থান বা পর্যায় প্রকাশ করে তাকে Adjective Of Number বা Numeral Adjective বলে। যেমন: one, two, three, Single, double, triple, first, second, third ইত্যাদি।

উদাহরণ:
Two girls are singing.
Give me one cup of tea.
There's an exam in six months.

Pronominal Adjective কাকে বলে

কোনো Pronoun যখন কোনো noun এর পূর্বে বসে Adjective এর মত কাজ করে তখন তাকে Adjective of Pronominal বলে ।

উদাহরণ:
This car is mine
This is our school.
Each boy was given a pen.

Pronominal Adjective-কে আবার চার ভাগে ভাগ করা হয়। যথা:- 
1) Possessive Adjectives
2) Demonstrative Adjectives
3) Distributive Adjectives
4) Interrogative Adjectives

Possessive Adjective

যে adjective গুলি noun এর আগে বসে বাক্যে মালিকানা, অধিকার বা নিজস্ব কোন সম্পদ বোঝায় তাকে Possessive Adjective বলে। যেমন: my, our, their, her, your ইত্যাদি।

উদাহরণ:
Your car is very big.
My bag is very beautiful. 
We love our country.

Demonstrative Adjective

যখন কোনো word বা শব্দ noun এর আগে বসে তাকে নির্দিষ্ট করে চিহ্নিত করে তখন তাকে Demonstrative Adjective বলে। যেমন: This, that, those, these ইত্যাদি। 

উদাহরণ:
That is my car.
This shirt is too lose.
These flowers smell adorable.

Distributive adjective

যে সকল Adjective ব্যবহার করে কোনো একটি গ্রুপের প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বা পৃথকভাবে বোঝানো হয় তাকেই Distributive adjective বলে। যেমন: Each, every, any, either, neither ইত্যাদি।

উদাহরণ:
Each person got their own lunch.
I don't know either of them.
He cleans his bike every day.

Interrogative adjective

যে Adjective গুলি সাধারণত Noun বা Pronoun কে প্রশ্ন করতে ব্যবহৃত হয় তাদেরকেই Interrogative adjective বলা হয়। যেমন: What, which, whose ইত্যাদি।

উদাহরণ:
What a beautiful mountain this is.
Which book do you want to read.
Whose car is it.

Post a Comment

নবীনতর পূর্বতন