ইনসেলবার্জ কাকে বলে? উদাহরণ ও বৈশিষ্ট্য
ইনসেলবার্জ কি
কঠিন শিলা দ্বারা গঠিত মরু অঞ্চল দীর্ঘদিন ধরে বায়ুর ক্ষয়কারের ফলে প্রায় সমতল ভূমিতে পরিণত হয় এবং অপেক্ষাকৃত কঠিন শিলাস্তর গুলি কম ক্ষয়প্রাপ্ত হয়ে মসৃণ গোলাকার অনুচ্চ ক্ষয়ীভূত পাহাড় বা টিলার আকারে দাঁড়িয়ে থাকে। এদের ইনসেলবার্জ (Inselberg) বলে।
উদাহরণ: আফ্রিকার কালাহারি মরুভূমিতে এবং অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চলে এই ভূমিরূপ লক্ষ করা যায়।
ইনসেলবার্জের বৈশিষ্ট্য
১) ইহা বায়ুর ক্ষয়কারের ফলে সৃষ্ট ভূমিরূপ
২) ইনসেলবার্জ সাধারণত গ্রানাইট, নিস জাতীয় কঠিন শিলা দ্বারা গঠিত হয়।
৩) এগুলি শুষ্ক মরু ও মরুপ্রায় অঞ্চলে গড়ে ওঠে।
৪) ইনসেলবার্জের উচ্চতা 30 থেকে 300 মিটার হয়।
৫) ক্ষয় কার্যের ফলে ইহার পাশ্বদেশ খাঁড়া ঢালযুক্ত ও শিরোদেশ গোলাকার বা সমতল প্রকৃতির হয়।
৬) বৃহদাকৃতির ইনসেলবার্জকে কোপিস বলা হয় এবং ছোট ছোট টিলার আকারে দাঁড়িয়ে থাকা ইনসেলবার্জকে ‘টর’ বলে।
কথোপকথনে যোগ দিন