মোনাডনক কাকে বলে? উদাহরণ ও বৈশিষ্ট্য

মোনাডনক কি? মোনাডনক কাকে বলে এবং মোনাডনকের উদাহরণ ও বৈশিষ্ট্য মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর বিস্তারিত আলোচনা করা হলো।
মোনাডনক কাকে বলে

মোনাডনক কি

স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ বা বার্ধক্য পর্যায়ে নদী বিভাজিকাগুলির উচ্চতা হ্রাস পেয়ে সমপ্রায় ভূমি গঠিত হয়। এই সমপ্রায় ভূমির উপর অপেক্ষাকৃত কঠিন শিলা দ্বারা গঠিত বা কম ক্ষয়প্রাপ্ত ঢিবির মত আকৃতির অবশিষ্ট পাহাড় গুলিকে মোনাডনক বলে।

উদাহরণ:
ছোটনাগপুর মালভূমি এবং আরাবল্লী পর্বতে এই প্রকার ভূমিরূপ লক্ষ করা যায়।

মোনাডনকের বৈশিষ্ট্য

১. আর্দ্র কান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ক্ষয়চক্রের বাধ্যক্য পর্যায়ে সমপ্রায় ভূমিতে মোনাজনক গড়ে ওঠে।
২. মোনাজনক মূলত অধিক ক্ষয় প্রতিরোধ শিলা হিসাবে অবশিষ্ট পাহাড় রূপে অবস্থান করে।
৩. ইহা স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সৃষ্টি হয়।
৪. এগুলির উচ্চতা ইনসেলবার্জের তুলনায় কম হয়।
৫. মোনাডনক গম্বুজ আকৃতির বা শঙ্কু আকৃতির হয়ে থাকে।

কথোপকথনে যোগ দিন