Preposition কাকে বলে ? Preposition কত প্রকার ও কি কি

Preposition কাকে বলে? Preposition কত প্রকার ও কি কি Simple Preposition, Compound preposition কাকে বলে উদাহরণ সহ আলোচনা করা হয়েছে।
Preposition কাকে বলে

Preposition কাকে বলে

Pre শব্দের অর্থ পূর্বে এবং Position অর্থ অবস্থান অর্থাৎ Preposition শব্দের অর্থ হল পূর্বে অবস্থান। সুতরাং বলা যেতে পারে যে সকল শব্দ noun বা pronoun এর পূর্বে বসে noun বা pronoun এর সঙ্গে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে তাদেরকে preposition বলা হয়। যেমন: on, in, at, under, to ইত্যাদি।

উদাহরণ: 
We are playing under the tree.
Where are you from?
It's nice to meet you.

Preposition এর প্রকারভেদ

Preposition কে কয়েক ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন:-
Simple Preposition
Compound preposition
Double preposition
Phrase Preposition
Participle Preposition
Disguised Preposition

অর্থ ও ব্যাবহার অনুসারে preposition কে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন:-
Preposition of time
Preposition of place
Preposition of direction
Preposition of agent or things

Simple Preposition

যে Preposition গুলি বাক্যে শুধু মাত্র একটি শব্দ নিয়ে গঠিত হয় তাদেরকে Simple Preposition বলে। যেমন: In, but, at, under, up, with, of, on, by, for, from ইত্যাদি।

উদাহরণ:
He'll be late for his exam.
He is sleeping on the bed.
The Taj mahal is in India.

Compound preposition

যে preposition গুলি noun, pronoun, adjective বা adverb এর যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তাদেরকে compound preposition বলে। যেমন: across, along, around, below, behind ইত্যাদি।

উদাহরণ:
I found her name on top of the list.
The train was delayed due to rain.
I left my phone inside my room.

Double preposition

দুটি Simple Preposition একত্রে যুক্ত হয়ে যে নতুন একটি preposition গঠণ করে তাকে double preposition বলে । যেমন: out of, because of, onto, inside, outside ইত্যাদি।

উদাহরণ:
I solved nine questions out of ten.
He top the exam just because of your support.
A cat climbed up onto the tree.

Phrase Preposition

যদি দুই বা ততোধিক preposition একত্রিত হয়ে একটি Preposition এর মতো ব্যবহার হয় তখন তাকে Phrase Preposition বলা হয়। যেমন: in order to, in front of, due to ইত্যাদি।

উদাহরণ:
He came here in order to meet you.
They were standing in front of the School.
His success was due to his family.

Participle Preposition

Present Participle বা Past Participle যদি Noun বা Pronoun এর Participle সাথে যুক্ত না হয়ে Preposition এর মতো ব্যবহৃত হয় তখন তাকে Participle Preposition বলে। যেমন: during, considering, including ইত্যাদি।

উদাহরণ:
I get sick during my exam.
They have many cars including two trucks.
The price is too high considering the quality.

Disguised Preposition

কোনো কোনো ক্ষেত্রে on এবং of এর পরিবর্তে ‘a’ ‘o’ ব্যবহৃত হয়, এরূপ a বা o কে Disguised Preposition বলা হয়।

উদাহরণ:
It's five o'clock.
He earned one dollar a day.
They play cricket once a month. 

Preposition of time

যে preposition গুলি বাক্যে সময়ের নির্দেশ করে বা বাক্যের noun গুলির মধ্যে সময়ের সম্পর্ক নির্দেশ করে তাকে preposition of time বলে । যেমন: on, at, in, for, by ইত্যাদি।

উদাহরণ:
I was born in April 1994.
The school is opening on time.
The sun rises at dawn.

Preposition of place

কোনো কিছুর অবস্থান নির্দেশ করতে যে শব্দগুলি ব্যবহার করা হয় তাদেরকেই preposition of place বলে। যেমন: in, between, behind, under ইত্যাদি।

উদাহরণ:
There is a river between the two cities.
He lives in New town in Kolkata.
She slept under the tree.

Preposition of direction

যে preposition গুলি বাক্যে কোনো কিছুর বা কারোর দিকে নির্দেশ করে তাকে preposition of direction বলে। যেমন: left, right, under, over ইত্যাদি।

উদাহরণ:
Her house is situated on the left side of the town.
The book is under the table.
She jumped over the wall.

Preposition of agent or things

কিছু কিছু ক্ষেত্রে noun বা pronoun এর পূর্বে এমন কিছু শব্দ ব্যবহার করা হয় যা কাজ ও কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে তাকে preposition for agent বলে । যেমন: by, with, without, for ইত্যাদি।

উদাহরণ:
My bag was stolen by a theft.
I go to office by train.
She is dancing with her friend.

কথোপকথনে যোগ দিন