অক্ষরেখা কাকে বলে? অক্ষরেখার বৈশিষ্ট্য
অক্ষরেখা কাকে বলে? অক্ষরেখা হলো পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত বৃত্তাকার রেখা। এটি পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেস্টন করে আছে।
অক্ষরেখা কাকে বলে
নিরক্ষরেখার উত্তর-দক্ষিণে নিরক্ষরেখার সমান্তরালে পৃথিবীর পূর্বদিক থেকে পশ্চিমে যে 1⁰ পরপর 90 টি পূর্ণ বৃত্তাকার কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে।
অক্ষরেখার বৈশিষ্ট্য
১) অক্ষরেখা গুলি হল কাল্পনিক পূর্ণবৃত্ত।
২) অক্ষরেখা গুলি পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত হয়।
৩) অক্ষরেখা গুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে উভয় মেরুদ্বয়ের দিকে ক্রমশ ছোট হতে হতে দুই মেরুতে দুটি বিন্দুতে পরিণত হয়।
৪) প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সাপেক্ষে ও পরস্পর সমান্তরাল হয়। এইজন্য একই অক্ষরেখায় অবস্থিত কোন স্থানের দূরত্ব নিরক্ষরেখা থেকে সর্বদা সমান হয়।
৫) অক্ষরেখার সর্বনিম্ন মান 0° এবং সর্বোচ্চ মান 90°
৬) পৃথিবীর মাঝ বরাবর অবস্থিত নিরক্ষরেখা হল সর্ববৃহৎ ও প্রধান অক্ষরেখা।
৭) অক্ষরেখার সাহায্যে কোন স্থান পৃথিবীর কতটা উত্তর বা দক্ষিণে রয়েছে তা জানা যায়।
৮) একই অক্ষরেখা বরাবর অবস্থিত বিভিন্ন স্থানের দিনরাত্রির দৈর্ঘ্য এবং জলবায়ু প্রায় একই রকম ভাবে দেখতে পাওয়া যায়।
৯) মেরু অঞ্চলে অক্ষরেখা গুলির পারস্পরিক দূরত্ব নিরক্ষীয় অঞ্চলের তুলনায় কিছুটা বৃদ্ধি পায়।
১০) অক্ষরেখা গুলির পরিধি সর্বত্র সমান নয়।
১১) একই অক্ষরেখা উপর অবস্থিত বিভিন্ন স্থানের অক্ষাংশ সমান হয়।
১২) একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানের স্থানীয় সময় বিভিন্ন হয়।
কথোপকথনে যোগ দিন