মোনাডনক ও ইনসেলবার্জ এর পার্থক্য
মোনাডনক ও ইনসেলবার্জ কাকে বলে উদাহরণ সহ মোনাডনক ও ইনসেলবার্জ এর পার্থক্য মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে।
মোনাডনক ও ইনসেলবার্জ এর পার্থক্য
| ইনসেলবার্জ | মোনাডনক | |
|---|---|---|
| সংজ্ঞা | মরু অঞ্চলে অবস্থিত অপেক্ষাকৃত কঠিন শিলা দ্বারা গঠিত ক্ষয়জাত পর্বত বা টিলার আকারে দাঁড়িয়ে থাকা ভূমিরূপকে ইনসেলবার্জ বলে। | সমপ্রায় ভূমির মাঝে অবস্থিত কঠিন শিলা দ্বারা গঠিত টিবির মতো অনুচ্চ টিলা বা পাহাড় হল মোনাডনক। | 
| সৃষ্টি | এটি বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত হয়। | এটি মূলত নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। | 
| জলবায়ু | ইনসেলবার্জ শুষ্ক মরু ও মরুপ্রায় জলবায়ু অঞ্চলে গড়ে ওঠে। | মোনাডনক আর্দ্র কান্তীয় ও উপক্রান্তীয় কিংবা নাতিশীতোষ্ণ অঞ্চলে গড়ে ওঠে। | 
| আকৃতি | ইহা শঙ্কুর আকৃতির হয়ে থাকে, এর শিরোদেশ গোলাকার হলের পার্শ্বদেশ খাড়াই হয়। | ইহা গম্বুজ আকৃতির হয়, দেখতে অনেকটা ওলটানো গামলার মতো অর্থাৎ উপরিভাগ গোলাকার এবং পার্শ্বদেশ খাড়াই হয়। | 
| উচ্চতা | ইনসেলবার্জের উচ্চতা মোনাডনকের তুলনায় বেশি হয়। | মোনাডনকের উচ্চতা ইনসেলবার্জের তুলনায় কম হয়। | 
| উদাহরণ | ইহা দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে ও অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চলে লক্ষ্য করা যায়। | ছোটনাগপুর মালভূমির পরেশনাথ, পাঞ্চেৎ প্রভৃতি পাহাড় এই প্রকার ভূমিরূপের উদাহরণ। | 

কথোপকথনে যোগ দিন