নিরক্ষীয় শান্তবলয় বা ডোলড্রাম কি? ডোলড্রাম কোন অঞ্চলে দেখা যায়
নিরক্ষীয় শান্তবলয় বা ডোলড্রাম কাকে বলে
নিরক্ষরেখা উভয়দিকে ০° - ৫° অক্ষাংশে সারাবছর সূর্যরশ্মি লম্বভাবে কিরন দেয় ফলে এখানকার বায়ু উত্তপ্ত ও হালকা হয়ে উপরে উঠে যায় যার কারণে এখানে বায়ুর কোনো রকম সমান্তরাল প্রবাহ বা পার্শ্ব প্রবাহ থাকে না ফলে এই অঞ্চলে বায়ুমন্ডলে একটি শান্তভাব বিরাজ করে। শান্ত অবস্থা বিরাজ করার জন্য এই অঞ্চলকে নিরক্ষীয় শান্তবলয় বা ডোলড্রাম বলা হয়।
ডোলড্রাম কোন অঞ্চলে দেখা যায়
পৃথিবীর তিনটি অংশে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম রয়েছে। সবচেয়ে বড়ো অংশটি ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। আফ্রিকার পশ্চিমে আটলান্টিক মহাসাগরে আরেকটি অংশ রয়েছে এবং দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের উপরে একটি অংশ অবস্থান করছে।
আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ কি
এই অঞ্চলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে উঃ - পূঃ আয়ন বায়ু ও দঃ - পূঃ আয়ন বায়ু সারাবছর নিয়মিতভাবে প্রবহিত হয়ে পরস্পর মিলিত হওয়ায় একে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ (Inter Tropical Convergence Zone) বলে।
ডোল ড্রামস এর নামকরণ
ডোল ড্রামস (Doldrums) শব্দটির অর্থ হল শান্তাবস্থা। প্রাচীনকালে এই অঞ্চলের ওপর দিয়ে পালতোলা জাহাজগুলি যাওয়ার সময় কোনো রকম বায়ুপ্রবাহ না থাকায় থেমে যেত। তাই নাবিকেরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রাম।
উৎপত্তি
নিরক্ষীয় অঞ্চলে সারাবছর সূর্যরশ্মি লম্বভাবে পতিত হওয়ায় এখানে সারাবছর উষ্ণতা খুব বেশি থাকে। তাই বায়ু খুব সহজেই উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায়। যে কারণে এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত দেখা যায়। কিন্তু এখানে কোনো রকম সমান্তরাল প্রবাহ বা পার্শ্ব প্রবাহ হতে দেখা যায় না। ফলে, বায়ু প্রবাহ বোঝা যায় না এবং চারদিকে শান্ত অবস্থা বিরাজ করে।
বৈশিষ্ট্য
১. এই স্থানে বায়ু উষ্ণ ও ঊর্ধ্বগামী হয় ফলে কোনো রকম সমান্তরাল প্রবাহ বা পার্শ্ব প্রবাহ হয় না এবং শান্তভাব বিরাজ করে ।
২. এখানের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ২০০- ২৫০ সেমি।
৩. এই অঞ্চলটিতে প্রতিদিন বিকালে পরিচলন বৃষ্টিপাত ঘটে।
কথোপকথনে যোগ দিন