মাধ্যমিক ভূগোল চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর 2025
মাধ্যমিক ভূগোল চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর 2025 WBBSE Madhyamik Geography chapter 4 MCQ Questions Answers
মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর চতুর্থ অধ্যায়
মাধ্যমিক ভূগোল চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর 2025 WBBSE Madhyamik Geography chapter 4 MCQ question and answers. মাধ্যমিক ভূগোল এর চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর গুলি নিচে দেওয়া হলো। নিচে দেওয়া এই প্রশ্নগুলি আগামী 2025 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষায় খুবই আসার সম্ভবনা রয়েছে। তোমারা যারা এবছর দশম শ্রেণীতে পড়ছো এবং 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা নিচে দেওয়া প্রশ্নগুলো ভালো করে পড়লে নিশ্চয়ই অনেক ভালো রেজাল্ট করতে পারবে।
দশম শ্রেণী ভূগোল প্রশ্ন উত্তর চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা
প্রশ্ন: নিচের কোন গ্যাস কঠিন বর্জ্য থেকে পাওয়া যায় ?
a) মিথেন
b) জৈব গ্যাস
c) অ্যামোনিয়া
d) কার্বন ডাইঅক্সাইড
উঃ মিথেন
প্রশ্ন: একটি পরিবেশ মিত্র বর্জ্য হল -
a) কাচ
b) প্লাস্টিক
c) চট
d) সিসা
উঃ চট
প্রশ্ন: নিম্নের যে বর্জ্যপদার্থটি জৈব ভঙ্গুর বর্জ্য -
a) অ্যালুমিনিয়াম পাত
b) কৃত্রিম রাবার বর্জ্য
c) প্লাস্টিক বর্জ্য
d) সবকটিই বর্জ্য।
উঃ কৃত্রিম রাবার বর্জ্য
প্রশ্ন: একটি কঠিন বর্জ্যের উদাহরণ হল -
a) বাতানুকূল যন্ত্র থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন
b) পয়ঃপ্রণালীর বর্জ্য
c) হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ
d) কোনোটিই নয়
উঃ হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ
প্রশ্ন: একটি তরল বর্জ্যের উদাহরণ হল -
a) কীটনাশক মিশ্রিত জল
b) শিল্পকারখানার বিষাক্ত কণা
c) খবরের কাগজ
d) ছেঁড়া জুতো
উঃ কীটনাশক মিশ্রিত জল
প্রশ্ন: কাগজ তৈরিতে কাঠের ব্যবহারের ভালো বিকল্প হল -
a) আখের ছিবড়ে
b) গাছের পাতা
c) নতুন গাছ
d) পুরনো কাপড়
উঃ আখের ছিবড়ে
প্রশ্ন: নিম্নের যেটি একটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ -
a) জীবাশ্ম জ্বালানি
b) ক্রুড অয়েল
c) ক্র্যাপ
d) ডিটারজেন্ট
উঃ জীবাশ্ম জ্বালানি
প্রশ্ন: বর্জ্যের চাপ যেখানে সবচেয়ে বেশি -
a) দিল্লিতে
b) মুম্বাইয়ে
c) কলকাতায়
d) চেন্নাইতে
উঃ কলকাতায়
প্রশ্ন: হিরোসিমা – নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমা কোন প্রকার বর্জ্যের উদাহরণ ?
a) বিষাক্ত বর্জ্যের উদাহরণ
b) বিষহীন বর্জ্যের উদাহরণ
c) তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ
d) গ্যাসীয় বর্জ্যের উদাহরণ
উঃ বিষহীন বর্জ্যের উদাহরণ
প্রশ্ন: কি থেকে সবচেয়ে বিষাক্ত বর্জ্য উৎপন্ন হয়?
a) ফ্লাই অ্যাশ থেকে
b) জৈব বর্জ্য থেকে
c) জলবিদ্যুৎ কেন্দ্র থেকে
d) তেজস্ক্রিয় বর্জ্য থেকে
উঃ তেজস্ক্রিয় বর্জ্য থেকে
প্রশ্ন: ভাঙা মগ কি ?
a) বিষাক্ত
b) বিষহীন
c) জৈব অভঙ্গুর
d) জৈব ভঙ্গুর
উঃ জৈব ভঙ্গুর
প্রশ্ন: নিম্নের কোনটি জলকে জীবানুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে -
a) কার্বন ডাই অক্সাইড
b) অক্সিজেন
c) ওজোন
d) চুন
উঃ ওজোন
প্রশ্ন: তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎসস্থল হল -
a) জলবিদ্যুৎ কেন্দ্ৰ
b) জলশোধন কেন্দ্র
c) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
d) শিল্প কারখানা
উঃ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
প্রশ্ন: বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কি ?
a) বর্জ্যের পরিমাণগত হ্রাস
b) বর্জ্যের পুনর্ব্যবহার
c) বর্জ্যের পুনর্নবীকরণ
d) সবগুলি প্রযোজ্য।
উঃ সবগুলি প্রযোজ্য।
প্রশ্ন: Hazardous waste হল -
a) জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ
b) বিষহীন বর্জ্য পদার্থ
c) বিষাক্ত বর্জ্য পদার্থ
d) জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ
উঃ বিষাক্ত বর্জ্য পদার্থ
প্রশ্ন: যানবাহনের কার্বানকনা নির্গমন রোধের জন্য কি ব্যবহার করা হয়?
a) ইস্ক্রাবার
b) তাড়িতিক অধঃক্ষেপন
c) পরিস্রাবক ঘূর্ণায়ন
d) আস্তরণযুক্ত অ্যালুমিনা।
উঃ তাড়িতিক অধঃক্ষেপন
প্রশ্ন: খবরের কাগজ এক প্রকার কি ?
a) গ্যাসীয় বর্জ্য
b) জৈব ভঙ্গুর
c) জৈব অভঙ্গুর পদার্থকে
d) জৈব অভঙ্গুর পচনশীল তরল
উঃ জৈব ভঙ্গুর
প্রশ্ন: জলে আর্সেনিক এর প্রভাবে কোন রোগ ছড়ায় ?
a) ব্ল্যাকফুট ডিজিস
b) মিনামাটা
c) কলেরা
d) ইটাই ইটাই
উঃ ব্ল্যাকফুট ডিজিস
প্রশ্ন: চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের মধ্যে একটি উল্লেখযোগ্য বর্জ্য হল -
a) মিথেন
b) পয়ঃপ্রণালীর বর্জ্য
c) স্যালাইন বোতল
d) পলিথিন ব্যাগ
উঃ স্যালাইন বোতল
প্রশ্ন: ইস্ক্রাবার যেখানে ব্যবহার করা হয়ে থাকে -
a) শিল্পের বায়ুকে শোধনের জন্য
b) জঞ্জাল বাছাই এর জন্য
c) জঞ্জাল সরানোর জন্য
d) কোনোটিই নয়।
উঃ শিল্পের বায়ুকে শোধনের জন্য
প্রশ্ন: বর্জ্য জল শোধনের প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়ে থাকে?
a) ২ টি স্তরে
b) ৩ টি স্তরে
c) ৪ টি স্তরে
d) ১ টি স্তরে
উঃ ৩ টি স্তরে
প্রশ্ন: ভারতে কত সালে কঠিন বর্জ্য ব্যাবস্থাপনা আইন (Solid waste disposal) কত সালে চালু হয় ?
a) 1939 সালে
b) 1995 সালে
c) 2016 সালে
d) 1965 সালে
উঃ 1965 সালে
প্রশ্ন: বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া কয়টি স্তর রয়েছে?
a) ১ টি
b) ২ টি
c) ৩ টি
d) ৪ টি
উঃ ৩ টি
প্রশ্ন: বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্যে জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে কি বলে?
a) ল্যান্ডফিলিং
b) ওভার ফিলিং
c) কম্পাউন্ডিং
d) কম্পোস্টিং
উঃ কম্পোস্টিং
প্রশ্ন: নিম্নের কে ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা পালন করে ?
a) ক্যাজাটেরিয়া
b) কেঁচো
c) ইঁদুর
d) সাপ
উঃ কেঁচো
প্রশ্ন: পৌর বর্জ্য শহর থেকে দূরে সরিয়ে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতিকে বলা হয়ে থাকে -
a) জমি ভরাটকরণ
b) কম্পোস্টিং
c) নিষ্কাশন
d) বর্জ্য পৃথকীকরণ
উঃ জমি ভরাটকরণ
প্রশ্ন: বায়ো গ্যাস এর প্রধান উপাদান হল -
a) ক্লোরিন
b) অ্যামোনিয়া
c) মিথেন
d) কার্বন ডাইঅক্সাইড
উঃ মিথেন
প্রশ্ন: বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো ব্যবহৃত দ্রব্যকে পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনার পদ্ধতিকে বলে -
a) পুনর্নবীকরণ
b) পুনর্ব্যবহার
c) নিষ্কাশন
d) বর্জ্যের পরিমাণগত হ্রাস
উঃ পুনর্ব্যবহার
প্রশ্ন: ফ্লাই অ্যাশ কোন প্রকার বর্জ্যের উদাহরণ ?
a) কৃষিজ বর্জ্যের
b) শিল্প বর্জ্যের
c) পৌর বর্জ্যের
d) গৃহস্থালি বর্জ্যের
উঃ কৃষিজ বর্জ্যের
প্রশ্ন: DDT কোন প্রকার বর্জ্যের উদাহরণ ?
a) চিকিৎসা বর্জ্যের উদাহরণ
b) গৃহস্থালি বর্জ্যের উদাহরণ
c) পৌর বর্জ্যের উদাহরণ
d) কৃষিজ বর্জ্যের উদাহরণ
উঃ কৃষিজ বর্জ্যের উদাহরণ
প্রশ্ন: নিম্নের কোন গ্যাসটি জৈব বর্জ্য থেকে পাওয়া যায় -
a) বায়োগ্যাস
b) এল পি জি
c) জৈব গ্যাস।
d) ল্যান্ডফিল
উঃ বায়োগ্যাস
প্রশ্ন: বিভিন্ন ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্যকে বলা হয় -
a) Radioactive waste
b) E – waste
c) Hazardous waste
d) Toxic waste
উঃ E – waste
প্রশ্ন: একটি বিষাক্ত বর্জ্যে হল
a) প্রাণীর মল -মূত্র
b) কাগজ
c) সবজির খোসা।
d) পারদ
উঃ পারদ
প্রশ্ন: যে গ্যাসটি ল্যান্ডফিল থেকে উৎপন্ন হয় তা হল -
a) নাইট্রোজেন
b) অ্যামোনিয়া
c) মিথেন
d) কোনোটিই নয়
উঃ অ্যামোনিয়া
প্রশ্ন: জলাশয়ে প্রচুর উদ্ভিদ জন্মালে তার ফলে যে বর্জ্য সৃষ্টি হয় তা হল -
a) তেজস্ক্রিয় বর্জ্য
b) বিষাক্ত বর্জ্য
c) ইউট্রোফিকেশন
d) সংক্রামক বর্জ্য
উঃ ইউট্রোফিকেশন
কথোপকথনে যোগ দিন