১৫০+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর | West Bengal GK in Bengali

আজ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর শেয়ার করছি যেটিতে পশ্চিমবঙ্গ সম্পর্কিত গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর রয়েছে
পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর | West Bengal GK in Bengali
প্রিয় শিক্ষার্থী আজকে পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি, এটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেটিতে পশ্চিমবঙ্গ সম্পর্কিত যাবতীয় প্রশ্ন উত্তর সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় পশ্চিমবঙ্গ জিকে বিষয়টি থেকে প্রশ্ন এসে থাকে তাই আর কোনো সময় নষ্ট না করে, নিম্নের তালিকা গুলি মনোযোগ সহকারে দেখুন এবং নিজেকে ধীরে ধীরে সঠিক ভাবে প্রস্তুত করুন।

পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর

প্রশ্ন: পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয়?
উত্তর: 1947 সালে

প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি?
উত্তর: বাংলা

প্রশ্ন: পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?
উত্তর: কলকাতা

প্রশ্ন: পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি?
উত্তর: মেছোবিড়াল

প্রশ্ন: পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি?
উত্তর: শ্বেতকন্ঠ মাছরাঙা

প্রশ্ন: পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি?
উত্তর: হাইকোর্ট

প্রশ্ন: কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয়?
উত্তর: 1862 সালে

প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: প্রফুল্লচন্দ্র ঘোষ

প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন?
উত্তর: চক্রবর্তী রাজাগোপালচারী

প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে?
উত্তর: মমতা ব্যানার্জী

প্রশ্ন: পশ্চিমবঙ্গে সর্বাধিক চা বাগান কোন অঞ্চলে আছে? উত্তর: দার্জিলিং ও ডুয়ার্স

প্রশ্ন: কোন নদী সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত? উত্তর: মাতলা নদী

প্রশ্ন: পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়?
উত্তর: পূর্ব বর্ধমান

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম?
উত্তর: বর্ধমান

প্রশ্ন: পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ বেশি হয়?
উত্তর: আমন

প্রশ্ন: ছিটমহল বাি বা তিনবিঘা করিডোরে কোথায় অবস্থিত?
উত্তর: কোচবিহার

প্রশ্ন: কলকাতা বিমানবন্দর কোন বছরের মধ্যে তৈরি হয়? 
উত্তর: ১৯২৪ সালে

প্রশ্ন: হুগলি নদী কোন কোন শহরকে বিভক্ত করে? 
উত্তর: হাওড়া ও কলকাতা

প্রশ্ন: শান্তিনিকেতন কোথায় অবস্থিত? 
উত্তর: বীরভূম

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলা হিমালয়ের পাদদেশে অবস্থিত? 
উত্তর: দার্জিলিং

প্রশ্ন: পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি?
উত্তর: শিউলি বা শেফালি

প্রশ্ন: পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি?
উত্তর: আম

প্রশ্ন: পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি?
উত্তর: ছাতিম

প্রশ্ন: পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি?
উত্তর: ভিক্টোরিয়া মেমোরিয়াল

প্রশ্ন: পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভকোনটি?
উত্তর: শহীদ মিনার

প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্যে নোবেল পান?
উত্তর: গীতাঞ্জলী

প্রশ্ন: পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পান?
উত্তর: অমর্ত্য সেন

প্রশ্ন: পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত?
উত্তর: 42 টি

প্রশ্ন: পশ্চিমবঙ্গের বিধান সভার আসন সংখ্যা কত?
উত্তর: 295 টি

প্রশ্ন: পশ্চিমবঙ্গের বিখ্যাত আদিবাসী নৃত্য কোনটি? 
উত্তর: ছৌ নৃত্য

প্রশ্ন: পশ্চিমবঙ্গের বিখ্যাত লোকনাট্য কোনটি? উত্তর: গম্ভীরা

প্রশ্ন: বিদ্যাসাগর সেতু কোন নদীর উপর অবস্থিত? 
উত্তর: হুগলি নদী

প্রশ্ন: পশ্চিমবঙ্গে সবচেয়ে পুরোনো ক্রিকেট স্টেডিয়াম কোনটি? 
উত্তর: ইডেন গার্ডেন্স

প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কী? 
উত্তর: আলালের ঘরের দুলাল

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন শহরকে "সিল্ক সিটি" বলা হয়? 
উত্তর: মুর্শিদাবাদ

প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি?
উত্তর: গঙ্গা

প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে?
উত্তর: পদ্মজা নাইডু

প্রশ্ন: পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশিদিন কে মুখ্যমন্ত্রী ছিলেন?
উত্তর: জ্যোতি বসু

প্রশ্ন: পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ভারতরত্ন পান?
উত্তর: বিধানচন্দ্র রায়

প্রশ্ন: পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অস্কার পান?
উত্তর: সত্যজিৎ রায়

প্রশ্ন: পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নোবেল পান?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন: উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি?
উত্তর: তিস্তা

প্রশ্ন: উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়?
উত্তর: তিস্তা

প্রশ্ন: ভারতের কোন দিকের প্রবেশদ্বার হলো শিলিগুড়ি?
উত্তর: উত্তর-পূর্ব

প্রশ্ন: কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়?
উত্তর: দামোদর

প্রশ্ন: দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত?
উত্তর: রুপনারায়ন

প্রশ্ন: পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলস্টেশন কোনটি?
উত্তর: খড়গপুর

প্রশ্ন: পশ্চিমবঙ্গের উচ্চতম রেলস্টেশন কোনটি?
উত্তর: ঘুম

প্রশ্ন: পশ্চিমবঙ্গে কবে প্রথম রেল চালু হয়?
উত্তর: 1854

প্রশ্ন: বৃহত্তম চিড়িয়াখানা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত?
উত্তর: আলিপুর

প্রশ্ন: পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত?
উত্তর: আলিপুর

প্রশ্ন: কেলেঘাই ও কংসাবতীর মিলিত কেলেঘাই প্রবাহ কি নামে পরিচিত?
উত্তর: হলদি

প্রশ্ন: কোন নদীতে উজান স্রোত দেখা যায়?
উত্তর: সপ্তমুখী

প্রশ্ন: সুন্দরবনের আতঙ্কের নদী কোনটি?
উত্তর: মাতলা

প্রশ্ন: পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলস্টেশন কোনটি?
উত্তর: শিয়ালদহ

প্রশ্ন: পশ্চিমবঙ্গের বৃহত্তম রেলস্টেশন কোনটি?
উত্তর: হাওড়া

প্রশ্ন: পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: শিবপুর

প্রশ্ন: পশ্চিমবঙ্গের বৃহত্তম ইন্ডিয়ান মিউজিয়াম (জাদুঘর) কোথায় অবস্থিত?
উত্তর: কলকাতা

প্রশ্ন: উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: মহানন্দা

প্রশ্ন: কোন জেলায় গঙ্গা প্রধান দুই শাখায় ভাগ হয়েছে?
উত্তর: মুর্শিদাবাদ

প্রশ্ন: পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্যশস্য কি?
উত্তর: ধান

প্রশ্ন: পশ্চিমবঙ্গের মধ্যে চা উৎপাদনে প্রথম জেলা কোনটি?
উত্তর: দার্জিলিং

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ হয়?
উত্তর: কোচবিহার

প্রশ্ন: পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক খনিজ সম্পদ কোনটি?
উত্তর: কয়লা

প্রশ্ন: পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি?
উত্তর: বিটুমিনাস

প্রশ্ন: কোন শিল্পাঞ্চল কেন্দ্রকে ভারতের রুঢ় বলা হয়?
উত্তর: দূর্গাপুর

প্রশ্ন: পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি?
উত্তর: নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নামে পরিচিত?
উত্তর: সুন্দরবন

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগর কে ছুঁয়েছে?
উত্তর: পূর্ব মেদিনীপুর

প্রশ্ন: পশ্চিমবঙ্গকে নেপাল থেকে কে পৃথক করেছে?
উত্তর: সিঙ্গালিলা শৈলশিরা

প্রশ্ন: ফালুট শৃঙ্গটি কোন শৈলশিলার অংশ?
উত্তর: সিঙ্গালিলা

প্রশ্ন: পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি?
উত্তর: জয়ী সেতু

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলা পুরোটাই মালভূমি?
উত্তর: পুরুলিয়া

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়?
উত্তর: নবদ্বীপ

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয়?
উত্তর: কলকাতা

প্রশ্ন: পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির?
উত্তর: ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির

প্রশ্ন: পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর: সান্দাকফু

প্রশ্ন: পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কোনটি?
উত্তর: যুবভারতী

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন শহরকে মিছিল নগরী, প্রাসাদ নগরী বা আনন্দনগরী। রী (সিটি অফ জয়) বলা হয়?
উত্তর: কলকাতা

প্রশ্ন: পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি?
উত্তর: গঙ্গাসাগর মেলা

প্রশ্ন: তিস্তা নদীর পূর্বাংশ কি নামে পরিচিত?
উত্তর: ডুয়ার্স

প্রশ্ন: তিস্তা নদীর পশ্চিম অংশ কি নামে পরিচিত?
উত্তর: তরাই

প্রশ্ন: পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে কি বলে?
উত্তর: কালবৈশাখী

প্রশ্ন: পশ্চিমবঙ্গের শরৎকালের ঘূর্ণিঝড়কে কি বলে?
উত্তর: আশ্বিনের ঝড়

প্রশ্ন: মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত?
উত্তর: বীরভূম

প্রশ্ন: বিহারীনাথ ও শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত?
উত্তর: বাঁকুড়া

প্রশ্ন: অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত?
উত্তর: পুরুলিয়া

প্রশ্ন: অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর: গোর্গাবুরু

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে?
উত্তর: পূর্ব মেদিনীপুর

প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদ পত্র কোনটি?
উত্তর: সমাচার দর্পণ

প্রশ্ন: পশ্চিমবঙ্গে চিকেন নেক কোন জেলায় অবস্থিত?
উত্তর: উত্তর দিনাজপুর 

প্রশ্ন: পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়?
উত্তর: বক্সা ডুয়ার্সে

প্রশ্ন: পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়?
উত্তর: ময়ূরেশ্বর

প্রশ্ন: পশ্চিমবঙ্গে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমান কত?
উত্তর: 175 সেমি

প্রশ্ন: সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়?
উত্তর: ক্যানিং

প্রশ্ন: পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান বা আয়তন কত?
উত্তর: 88752 বর্গকিমি

প্রশ্ন: আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কততম?
উত্তর: 13 তম

প্রশ্ন: পশ্চিমবঙ্গের উত্তর দিক থেকে দক্ষিনে বিস্তার কত কিমি?
উত্তর: 623km

প্রশ্ন: পশ্চিমবঙ্গের পূর্ব থেকে পশ্চিমে বিস্তার কত কিমি?
উত্তর: 320 km

প্রশ্ন: বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত?
উত্তর: 23 টি

প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি?
উত্তর: 5 টি

প্রশ্ন: স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত ছিল?
উত্তর: 14 টি

প্রশ্ন: স্বাধীনতার পরেও পশ্চিমবঙ্গের কোন জেলা দেশীয় রাজ্য ছিল?
উত্তর: কোচবিহার

প্রশ্ন: আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?
উত্তর: দক্ষিন 24 পরগণা

প্রশ্ন: আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তর: কলকাতা

প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রতিবেশি রাজ্য কয়টি?
উত্তর: 5 টি

প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রতিবেশি দেশ কয়টি?
উত্তর: 3 টি

প্রশ্ন: কোন দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সবথেকে বেশি?
উত্তর: বাংলাদেশ

প্রশ্ন: 2011 আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের লোক সংখ্যা কত?
উত্তর: 9.13 কোটি প্রায়

প্রশ্ন: ভারতের একমাত্র রাজ্য কোনটি গ্রেটি উত্তরে হিমালয় ও দক্ষিনে বঙ্গোপসাগরকে ছুঁয়েছে?
উত্তর: পশ্চিমবঙ্গ

প্রশ্ন: কোন নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে?
উত্তর: মহানন্দা

প্রশ্ন: পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য বন্দর কোনটি?
উত্তর: শংকরপুর

প্রশ্ন: দুর্গাপুর ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: দামোদর

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয়?
উত্তর: আলিপুরদুয়ার

প্রশ্ন: ওয়াংচু কোন নদীর অপর নাম?
উত্তর: রায়ডাক

প্রশ্ন: পশ্চিমবঙ্গে বিটুমিনাস কয়লা কোথায় পাওয়া যায়?
উত্তর: রানীগঞ্জ

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে?
উত্তর: ব্যারাকপুর

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলায় অভ্র পাওয়া যায়?
উত্তর: পুরুলিয়া

প্রশ্ন: ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম?
উত্তর: ঝাড়খণ্ড

প্রশ্ন: দার্জিলিং জেলার দক্ষিণে কি পর্বত অবস্থিত?
উত্তর: টাইগার হিল

প্রশ্ন: মাইথন বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তর: বরাকর

প্রশ্ন: ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত?
উত্তর: পুরুলিয়া

প্রশ্ন: কেলেঘাই এর সহিত কার মিলিত রূপ হলদি নদী?
উত্তর: কংসাবতী

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই?
উত্তর: কলকাতা

প্রশ্ন: 'হাজারদুয়ারি' পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
উত্তর: মুর্শিদাবাদ

প্রশ্ন: ধনেখালি কি জন্য বিখ্যাত?
উত্তর: তাঁত শিল্প

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়?
উত্তর: বীরভূম

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোথায় কোয়ার্টজাইট পাওয়া যায়?
উত্তর: পুরুলিয়া

প্রশ্ন: কলকাতায় সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রামের প্রচলন হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর: 1902 খ্রিস্টাব্দে

প্রশ্ন: বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: সিউড়িতে

প্রশ্ন: পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে?
উত্তর: মমতা বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন: পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? 
উত্তর: ড: সি.ভি. আনন্দ বোস

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন পাহাড়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? 
উত্তর: টাইগার হিল

প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলা সবচেয়ে বেশি চা উৎপাদন করে? 
উত্তর: জলপাইগুড়ি

প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি? 
উত্তর: বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ

প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়

প্রশ্ন: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রধান খনিজ অঞ্চল কোনটি? উত্তর: রানীগঞ্জ কয়লা খনি অঞ্চল

প্রশ্ন: সুন্দরবন কিসের জন্য বিখ্যাত? 
উত্তর: রয়েল বেঙ্গল টাইগার

প্রশ্ন: পশ্চিমবঙ্গের বৃহত্তম দ্বীপের নাম কী?
উত্তর: সাগর দ্বীপ

প্রশ্ন: হুগলি নদী কোন নদীর শাখা? 
উত্তর: গঙ্গা নদী

প্রশ্ন: কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে? উত্তর: ১৯৮৪ সালে

প্রশ্ন: পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত বইমেলা কোনটি? 
উত্তর: আন্তর্জাতিক কলকাতা বইমেলা

প্রশ্ন: কলকাতার প্রাচীনতম মিউজিয়াম কোনটি? উত্তর: ইন্ডিয়ান মিউজিয়াম

প্রশ্ন: হাওড়া ব্রিজের বর্তমান নাম কি? 
উত্তর: রবীন্দ্র সেতু

প্রশ্ন: ভারতের কোন শহরে প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো চালু হয়? 
উত্তর: কলকাতা

প্রশ্ন: পশ্চিমবঙ্গে কোন নদীকে "জীবন রেখা" বলা হয়? 
উত্তর: গঙ্গা

প্রশ্ন: হুগলি ইমামবাড়া কোথায় অবস্থিত? 
উত্তর: চুঁচুড়া

প্রশ্ন: গঙ্গাসাগর কোথায় অবস্থিত? 
উত্তর: দক্ষিণ ২৪ পরগনা জেলায়

কথোপকথনে যোগ দিন