Pronoun কাকে বলে? Pronoun কত প্রকার ও কী কী
Pronoun কাকে বলে কত প্রকার ও কী কী? প্রোনাউন কাকে বলে উদাহরণ দাও pronoun এর প্রকারভেদ ও পারসোনাল প্রোনাউন কাকে বলে তা আলোচনা করা হল।
Pronoun কাকে বলে
যে সকল শব্দ noun বা নামের পরিবর্তে ব্যবহার করা হয় সেগুলিকেই Pronoun বা সর্বনাম বলে। যেমন:- He, she, you, we, us ইত্যাদি।
Pronoun এর উদাহরণ
- Rahul is a Good boy.
- He is a student.
- He goes to school everyday.
এখানে Rahul নামক একটি ছেলের কথা বলা হয়েছে। Rahul এখানে একটি noun এবং he এখানে pronoun. এখানে Rahul নামের পরবর্তে Pronoun হিসেবে He ব্যবহার করা হয়েছে।
Pronoun এর প্রকারভেদ
Pronoun কে কয়েক ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন:-
- Personal Pronoun
- Demonstrative pronoun
- Interrogative pronoun
- Possessive pronoun
- Relative pronoun
- Reflexive pronoun
- Intensive pronoun
- Indefinite pronoun
- Distributive Pronoun
- Reciprocal Pronoun
Personal Pronoun কাকে বলে
যে সব pronoun কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয় তাকে Personal Pronoun বলে। যেমন: he,she, they, we, you, I, it ইত্যাদি।
উদাহরণ
I am Rakesh. I am a boy - এখানে rakesh একটি ব্যাক্তি তার পরিবর্তে I বসেছে। I একটি Personal Pronoun.
Mina is a girl. She sings a song. - এখানে Mina একটি ব্যাক্তি তার পরিবর্তে She বসেছে। She একটি Personal Pronoun.
Personal Pronouns আবার ২ প্রকার। 1. Subject Pronouns. 2. Object Pronouns.
Subject Pronoun
যে pronoun গুলি বাক্যে subject হিসেবে ব্যবহৃত হয় তাকে Subject Pronoun বলে। যেমন:- I, we, he, she, they, it ইত্যাদি।
উদাহরণ
I have a car.
They are friends.
She is a good girl.
এখানে i, they, she হল Subject Pronouns.
Object Pronoun
যে pronoun গুলি বাক্যে object হিসেবে ব্যবহৃত হয় তাকে Object Pronoun বলে। যেমন:- Me, us, him, her, them, it.
উদাহরণ
We like him.
I know her.
Take it seriously.
এখানে him, her, it হল Object Pronouns.
Personal Pronouns কে Person অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়।
First Person: I, we, me, us, my, mine, our
Second Person: You, Your, Yours
Third Person: He, she, they, him, them
Demonstrative pronoun কাকে বলে
যে সব pronoun গুলি noun এর আগে বসে কোন ব্যক্তি বা বস্তুকে এটি, ওটি, এগুলো ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করে তাকে Demonstrative pronoun বলে। যেমন:- These, those, this, that, such ইত্যাদি।
উদাহরণ
This is a car.
That is a pen.
These are my books.
Those are our dogs.
উপরের বাক্যে this, that, these, those হল Demonstrative pronouns
Interrogative pronoun কাকে বলে
যে pronoun গুলি প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয় তাকে Interrogative pronoun বলে। যেমন:- Who, which, when, what, whose ইত্যাদি।
উদাহরণ
Which is the school?
Whom are you calling?
Who is there?
উপরের বাক্যে which, whom, who হল Interrogative pronouns
Possessive pronoun কাকে বলে
কোনো ব্যক্তি বা ব্যক্তিদের কোন মালিকানা বা অধিকারের কথা বোঝাতে যে pronoun ব্যবহার করা হয় তাকে Possessive pronoun বলে। যেমন:- mine, ours, yours, hers, his, its, theirs ইত্যাদি।
উদাহরণ
This pen is hers.
That is mine.
This is my book, not his.
উপরের বাক্যে hers, mine, his হল Possessive pronouns
Relative pronoun কাকে বলে
যে pronoun পূর্বে উল্লেখিত কোন noun বা pronoun এর পরে বসে আবার সেই noun বা pronoun কে নির্দেশ করে এবং দুটি sentence কে যুক্ত করে তাকে Relative pronoun বলে। যেমন:- That, which, who, whom, whose, where ইত্যাদি।
উদাহরণ
This is the book that you gave me.
The bag that I bought yesterday.
This is the place where I lived for five years.
উপরের বাক্যে that, where হল Relative pronouns
Reflexive pronoun কাকে বলে
যে pronoun দ্বারা subject ও object একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে Reflexive pronoun বলে। যেমন:- myself, himself, herself, themselves ইত্যাদি।
উদাহরণ
I will did it myself.
He killed himself.
They enjoyed themselves.
উপরের বাক্যে myself, himself, themselves হল Reflexive pronouns
Intensive pronoun কাকে বলে
যে সকল pronoun গুলি অন্য কোন Noun বা Pronoun এর উপরে গুরত্ব প্রদান করার জন্য ব্যবহৃত হয়, তাদেরকে Intensive pronouns বলা হয়। Reflexive pronoun এবং intensive pronoun দেখতে একই রকম কিন্তু intensive pronoun বাক্যে object হিসেবে ব্যবহৃত হয় না ।
যেমন: Himself, myself, herself, themselves ইত্যাদি।
উদাহরণ
Raju opened the door himself.
I clean my room myself.
myself did the work.
উপরের বাক্যে himself, myself হল Intensive pronouns
Indefinite pronoun কাকে বলে
যখন কোন pronoun দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন সেই pronoun কে Indefinite pronoun বলে।
যেমন : Anyone, Somewhere, Anybody, Anyway ইত্যাদি ।
উদাহরণ
None of them are happy.
Some of them are good students.
I lost many pens but I didn’t find any.
উপরের বাক্যে none, some, any হল Indefinite pronouns
Distributive Pronoun কাকে বলে
যে সকল pronoun দ্বারা কোন জাতি, দল বা শ্রেণীর মধ্য থেকে প্রত্যেকটিকে পৃথক পৃথক করে বোঝায় তাকে Distributive Pronoun বলে। যেমন:- Each, Either, Neither ইত্যাদি।
উদাহরণ
Each of them came here.
Either of the four boys is brilliant.
Neither of the two boys is fit for this work.
উপরের বাক্যে Each, Either, Neither হল Distributive Pronouns
Reciprocal Pronoun কাকে বলে
যে pronoun দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায় তাকে Reciprocal Pronoun বলে। যেমন:- Each other, One another ইত্যাদি।
উদাহরণ
The two brothers love each other.
The ten girls quarrelled with one another.
উপরের বাক্যে Each other, One another হল Reciprocal Pronouns
আরও পড়ুনঃ
কথোপকথনে যোগ দিন