Noun কাকে বলে উদাহরণ দাও? Noun কত প্রকার ও কী কী
Noun কাকে বলে? কত প্রকার ও কি কি? noun এর উদাহরণ। Proper Noun, Common Noun, Collective Noun, Material Noun, Abstract Noun কাকে বলে আলোচনা করা হল।
Noun কাকে বলে
যে Word বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ ইত্যাদির নাম বুঝায় তাকে Noun বলে। সহজ ভাষায়, যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই noun বলে।
যেমন: Delhi (স্থানের নাম), Ganga (নদীর নাম), Gold (ধাতব বস্তুর নাম), January (মাসের নাম), Water (তরল পদার্থের নাম), Raju (মানুষের নাম) etc.
Definition: Noun is the name of a person, animal, place, thing, feeling and idea.
Noun এর উদাহরণ
- Raja is a good boy. - এই বাক্যে Raja একজন ব্যাক্তির নাম।
- India is my country. - এই বাক্যে India একটি দেশের নাম।
- Gold is very valuable Material. - এই বাক্যে Gold একটি বস্তুর নাম।
Noun কয় প্রকার ও কি কি
Noun পাঁচ প্রকার যথা:
Proper Noun (নামবাচক বিশেষ্য)
Common Noun (জাতিবাচক বিশেষ্য)
Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
Abstract Noun (গুণবাচক বিশেষ্য)
Proper Noun কাকে বলে
যে Noun দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, সাগর, মহাসাগর, সংস্থা, পত্রিকা, পদবী ইত্যাদি নাম বোঝায় তাকে Proper Noun বলে।
Definition: A proper noun is the name of a particular person, place, organization, or thing. Proper nouns begin with a capital letter. The name of festivals, months and days of the week are also proper nouns.
Proper Noun এর উদাহরণ
- Tajmahal is one of the seven wonders. - এই বাক্যে Tajmahal একটি স্থাপনার নাম।
- My brother moved to New York to study. - এই বাক্যে New York নির্দিষ্ট একটি জায়গার নাম।
- I like the poem of Rabindranath Tagore. - এই বাক্যে Rabindranath Tagore নির্দিষ্ট একজন ব্যক্তির নাম।
Common Noun কাকে বলে
যে Noun দ্বারা একই শ্রেণীর কোন ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে সকল শ্রেণীর সাধারণ নাম বুঝায় তাকেই Common Noun বলে যেমন Student, Book, Animal, Flower etc.
Definition: A common noun is the generic name for a person, place, or thing in a class or group. Common nouns can be concrete, abstract, or collective.
Common Noun এর উদাহরণ
- Raju is a student. - এই বাক্যে student শব্দটি দ্বারা সকল ছাত্রছাত্রীকে বুঝানো হয়েছে অর্থাৎ একটি শ্রেণীকে (ছাত্রছাত্রী) বুঝানো হয়েছে
- You Love Flower - এই বাক্যে Flower শব্দটি দ্বারা সকল প্রকার ফুলকে বুঝানো হয়েছে। নির্দিষ্ট কোন ফুল কে আলাদা করে বুঝানো হয়নি
Collective Noun কাকে বলে
যে noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের অবিভক্ত সমষ্টিকে বুঝায়, তাকে Collective Noun বলে। যেমন Club, Army, Class, Family, etc.
Definition: A word that is the name of a group of people, animals or things is called a Collective nouns.
Collective Noun এর উদাহরণ
- Indian Army is doing a great job. ( এখানে army শব্দটি দ্বারা সকল প্রকার মানুষকে না বুঝিয়ে একটি মাত্র সমষ্টিকে বুঝিয়েছে অর্থাৎ একটি গুচ্ছ বা দলকে বুঝানা হয়েছে)
- The Jury is of the same opinion. ( এখানে Jury শব্দটি দ্বারা সকল প্রকার মানুষকে না বুঝিয়ে শুধু যারা বিচারক তাদেরকে বুঝানো হয়েছে)
Material Noun কাকে বলে
যে Noun দ্বারা গণনা করা যায় না কিন্তু ওজন আছে এমন কিছুর নাম বোঝায় তাকে Material Noun বলে যেমন Gold, Glass, Salt, Iron, Silver, Cloth, Air, Milk, etc.
Definition: A materialist noun is a noun that describe the name of the material. It is an uncountable noun. It’s a substance or material that we can see and touch but can’t count.
Material Noun এর উদাহরণ
- Cotton dress is cheap.
- I drink milk daily in the night.
- We can't live without air.
- Most of the industries use fiber.
উপরের Sentence গুলোতে Cotton, Milk, Air, Fiber শব্দগুলো দ্বারা কোন পদার্থের বা বস্তুর উপদানের নাম বুঝানো হয়েছে, যেগুলোকে আমরা ওজন করতে পারি, তাই এগুলো Material Noun.
Abstract Noun কাকে বলে
যে Noun দ্বারা কোন ব্যক্তি কিংবা বস্তুর দোষ, গুণ, অবস্থা ইত্যাদির নাম বুঝায় এবং যা ইন্দ্রিয়েগ্রাহ্য নয়, শুধু অনুভব বা কল্পনা করা যায় কিন্তু ধরা বা ছোয়া যায় না তাদেরকে Abstract Noun বলে।
Definition: The name of a thing that you can not touch, see and taste but you can feel it only is called an Abstract noun.
Abstract Noun এর উদাহরণ
- Kindness is the best weapon for arrogant people. - এই বাক্যে kindness একটি গুণের নাম।
- He was rewarded for his bravery. - এই বাক্যে bravery একটি গুণের নাম।
- The ego is the biggest enemy of success. - এই বাক্যে ego একটি দোষের নাম।
আরও পড়ুনঃ
কথোপকথনে যোগ দিন