পঞ্চম শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর part 1 - প্রথম অধ্যায় মানবদেহ

পঞ্চম শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর প্রথম অধ্যায় মানবদেহ Class 5 Amader Poribesh Questions Answers ক্লাস 5 আমাদের পরিবেশ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হল।
পঞ্চম শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর প্রথম অধ্যায় মানবদেহ

ক্লাস 5 আমাদের পরিবেশ প্রশ্ন উত্তর প্রথম অধ্যায়

পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ (Class Five Amader Poribesh) এর প্রথম অধ্যায় মানবদেহ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি নিচে দেওয়া হলো। নিচে দেওয়া এই Class V Poribesh Questions and Answers (ক্লাস 5 পরিবেশ প্রশ্ন উত্তর) প্রথম অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন গুলি আগামী পরীক্ষায় খুবই আসার সম্ভবনা রয়েছে। তোমারা যারা এবছর পঞ্চম শ্রেণীর পরীক্ষা দেবে, তারা নিচে দেওয়া প্রশ্নগুলো ভালো করে পড়লে নিশ্চয়ই অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। 

পঞ্চম শ্রেণীর পরিবেশ প্রথম অধ্যায় মানবদেহ

১ আমাদের শরীরের বর্ম কি?
উত্তরঃ আমাদের শরীরের বর্ম চামড়া
২ ত্বকের কাজ কি?
উত্তরঃ ত্বকের কাজ হলো শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করা।
৩ চামড়ার রং কালো হয় কেনো?
উত্তরঃ মেলানিনের উপস্থিতির কারণে চামড়ার রং কালো হয়
৪ ত্বকের কয়টি স্তর ও কি কি?
উত্তরঃ ত্বকের স্তর প্রধানত দুটি। এপিডার্মিস বা বাইরের স্তর ডার্মিস ভিতরের স্তর। এপিডার্মিস পাতলা আর ডার্মিস পুরু হয়।
৫ চামড়া বা ত্বকের নিচে কি কি থাকে?
উত্তরঃ ত্বকের নিচে থাকে শিরা, ধমনি ও মাংসপেশী এবং শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ থাকে।
৬ ত্বকে রোদ লাগলে কি তৈরি হয়?
উত্তরঃ ভিটামিন ডি তৈরি হয়।
৭ মেলানিনের কাজ কি?
উত্তরঃ ত্বকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করা। 
৮ বয়স বাড়লে চামড়া কুঁচকে যায় কেনো?
উত্তরঃ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেনের উৎপাদন কমে যায়। এই কোলাজেন হলো একধরনের প্রোটিন। এর অভাবে চামড়ার স্থিতিস্থাপকতা কমে যায় এবং চামড়া কুঁচকে যায়।
৯ চামড়াকে শরীরের বর্ম বলা হয় কেন?
উত্তরঃ চামড়া বাইরের আঘাত থেকে চামড়ার নিচে থাকা শিরা, ধমনী, মাংসপেশি ইত্যাদিকে রক্ষা করে ও সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের শরীরকে বাঁচায় । ত্বক না থাকলে সামান্য আঘাতেই দেহ থেকে রক্ত বের হতো । তাই চামড়া বা ত্বককে শরীরের বর্ম বলা হয়।
১০ বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেনো?
উত্তরঃ চুলের রঙ তৈরি হয় মেলানিন থেকে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর থেকে ধীরে ধীরে এই মেলানিনের পরিমাণ কমতে থাকে। ফলে আমাদের চুল সাদা হয়ে যায়।
১১ শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে কি ঘটতে পারে?
উত্তরঃ শরীর থেকে বেশি নুন বেরিয়ে মাথা ঘুরতে পারে এবং অজ্ঞান হওয়ার ঘটনা ঘটতে পারে।
১২ ঘামে কি কি থাকে?
উত্তরঃ ঘাম হল একটি তরল যা 99% জল এবং 1% লবণ এবং ইলেক্ট্রোলাইট থাকে।
১৩ নখ ফ্যাকাশে হওয়ার কারণ কি?
উত্তরঃ অ্যানিমিয়া বা রক্তশূন্যতায় কারণে নখ ফ্যাকাশে হয়ে যায়।
১৪ নখের যত্ন না নিলে কি হতে পারে?
উত্তরঃ নখের যত্ন না নিলে নখে জীবাণু ঢুকে নককুনি হয়।
১৫ দুটি শিকারি পাখির নাম লেখো?
উত্তরঃ ঈগল, চিল
১৬ গন্ডারের খড়্গ কি?
উত্তরঃ গন্ডারের খড়্গ হল শক্ত চুল।
১৭ চামড়ার যত্ন না নিলে কি হয়?
উত্তরঃ চামড়ার যত্ন না নিলে চামড়া শুষ্ক হয়ে যায় ফুলে যায় ত্বকে ফোড়া হয় এলার্জি হয়।
১৮ চুলের যত্ন না নিলে কি হয়?
উত্তরঃ চুলের যত্ন না নিলে মাথায় খুসকি হতে পারে, উকুন বাসা বাঁধতে পারে। এর কার. মাথায় ঘা হয়।
১৯ কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম কি?
উত্তরঃ কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম হিউমেরাস।
২০ কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কি?
উত্তরঃ কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম ফিমার
২১ কনুই থেকে কব্জি পর্যন্ত হাড়ের নাম কি?
উত্তরঃ মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তা হলো আলনা ও রেডিয়াস।
২২ হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম কি?
উত্তরঃ হাঁটুর নিচ থেকে গোড়ালির গাঁট পর্যন্ত টিবিয়া ও ফিবুলা নামক দুটো হাড়কে বোঝায়।
২৩ মানবদেহের সবচেয়ে বড়ো হাড়ের নাম কি?
উত্তরঃ মানবদেহের সবচেয়ে বড়ো হাড়ের নাম হল ফিমার
২৪ মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি?
উত্তরঃ মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম স্টেপস
২৫ অস্থিসন্ধি কি?
উত্তরঃ দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে।
২৬ লিগামেন্ট কাকে বলে?
উত্তরঃ পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ়, স্থিতিস্থাপক বন্ধনী দ্বারা অস্থিসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকলে তাকে লিগামেন্ট বলে। 
২৭ মেরুদন্ড হাড়ের নাম কি?
উত্তরঃ মেরুদন্ড হাড়ের নাম কশেরুকা
২৮ হৃৎপিণ্ডের কাজ কি?
উত্তরঃ হৃৎপিণ্ড পাম্পিং প্রক্রিয়ার মাধ্যমে সারাদেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, হরমোন ও বিভিন্ন পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে।
২৯ স্টেথোস্কোপের কাজ কি?
উত্তরঃ হৃৎস্পন্দন এবং নিঃশ্বাস-প্রশ্বাস এর শব্দ শুনতে স্টেথোস্কোপ ব্যবহার করা হয়
৩০ প্রথম স্টেথোস্কোপ কিভাবে তৈরি হয়েছিল?
উত্তরঃ ১৮৫১ সালে,একজন আইরিশ চিকিৎসক একটি বাইনোরাল স্টেথোস্কোপ আবিষ্কার করেছিলেন কারণ তার কাছে আসা এক মেয়ে রোগীর বুকে কান পেতে শব্দ শুনতে তিনি অস্বস্তি বোধ করছিলেন, তাই কাগজের টিউব দিয়ে স্টেথোস্কোপ বানিয়ে প্রথম শুনেন।
৩১ কে প্রথম স্টেথোস্কোপ আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ একজন ফরাসি চিকিৎসক, রেনে লেনেক 1816 সালে স্টেথোস্কোপ আবিষ্কার করেন।
৩২ প্রথম স্টেথোস্কোপ কিসের তৈরি হয়েছিল?
উত্তরঃ প্রথম স্টেথোস্কোপ কাঠের তৈরি হয়েছিল।
৩৩ Ors এর পুরো নাম কি?
উত্তরঃ ORS এর পূর্ণরূপ হল ওরাল রিহাইড্রেশন সলিউশন (Oral Rehydration Solution)
৩৪ Ors কি কাজে লাগে?
উত্তরঃ ডায়রিয়া হওয়ার ফলে শরীর থেকে আমাদের যে তরল বেরিয়ে যায়। আর যার ফলে আমাদের শরীর আরও দুর্বল হয়ে যায়, তার ঘাটতি মেটায় ORS। ORS শরীরে শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে।
৩৫ বাড়িতে কিভাবে ors তৈরি করবে?
উত্তরঃ বাড়িতে ORS তৈরি করতে এক গ্লাস ফোটানো জলে এক চামচ চিনি এবং চিমটে লবণ মিশিয়ে ORS তৈরি করা হয়।
৩৬ যক্ষ্মা রোগ কত বছর আগে আবিস্কৃত হয়?
উত্তরঃ 140 বছর আগে
৩৭ শিশুদের বিসিজি টিকা দেওয়া হয় কেনো?
উত্তরঃ বিসিজি টিকা শিশুর দেহে যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়।
৩৮ Dot চিকিৎসা করা হয় কোন রোগের জন্য?
উত্তরঃ Dot চিকিৎসা যক্ষ্মা রোগের জন্য করা হয়।
৩৯ কোন খাবারে ক্যালসিয়াম আছে?
উত্তরঃ ক্যালসিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে দুধ
৪০ অস্থি মজবুত রাখার জন্য কি প্রয়োজন?
উত্তরঃ অস্থি মজবুত রাখার জন্য ক্যালসিয়াম প্রয়োজন
৪১ রক্ত শরীরে কি পৌঁছে দেয়?
উত্তরঃ রক্ত শরীরে অক্সিজেন পৌঁছে দেয়।

আরও পড়ুনঃ

কথোপকথনে যোগ দিন