কয়াল কি বা কাকে বলে? কয়ালের উদাহরণ ও বৈশিষ্ট্য
প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করবো কয়াল কী বা কয়াল কাকে বলে? কয়ালের উদাহরণ ও বৈশিষ্ট্য নিয়ে। এটি ভূগোলের খুবই গুরুত্বপূর্ন একটি প্রশ্ন যা প্রায়শই পরীক্ষায় এসে থাকে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক ।
কয়াল কাকে বলে
কেরালা রাজ্যে মালাবার উপকূলে ভূআন্দোলন দ্বারা বারবার উত্থান ও পতনের ফলে লবণাক্ত জলের জলাভূমি বা উপহ্রদ লক্ষ্য করা যায়। স্থানীয় ভাষায় এই জলাভূমি ও উপহ্রদগুলিকে কয়াল বলে ।
উদাহরণ
ভারতের বৃহত্তম কয়াল হল ভেম্বানাদ এছাড়া আরও কয়েকটি উল্লখযোগ্য কয়াল হল পুনামি, অষ্টমুদি, কোট্টা , কায়মকুলাম ইত্যাদি।
উৎপত্তি
ভূআলোড়নের কারণে মালাবার উপকূলে বারবার উত্থান ও নিমজ্জন ঘটেছে । এই বারবার উত্থান ও নিমজ্জনের ফলে এই অঞ্চলে অসংখ্য স্থলভাগ দ্বারা আবদ্ধ লবনাক্ত জলের জলাভূমি বা ব্যাকওয়াটার্স সৃষ্টি হয়েছে। যা স্থানীয় ভাষায় "কয়াল" নামে পরিচিত।
কয়ালের বৈশিষ্ট্য
১) জলপথ পরিবহণে কয়ালগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২) এগুলি একদিক স্থলভাগ দ্বারা প্রায় আবদ্ধ এবং অপরদিক সমুদ্রে উন্মুক্ত থাকে।
৩) এগুলি অগভীর কিন্তু দীর্ঘ প্রকৃতির হয়।
৪) কয়ালের জল মূলত লবণাক্ত।
৫) কয়ালগুলি কেরালার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার পর্যটক কয়ালে আসেন।
৬) কয়ালগুলি থেকে প্রচুর পরিমাণে মাছ ধরা হয়।
কথোপকথনে যোগ দিন