ক্যানিয়ন কাকে বলে

ক্যানিয়ন কাকে বলে

নদী যখন উচ্চগতিতে কঠিন শিলা দ্বারা গঠিত শুষ্ক পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তখন নদী পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি করে বলে নদী অত্যন্ত সংকীর্ণ, দীর্ঘ ও গভীর হয়ে ইংরেজি "I" আকৃতি মত দেখতে উপত্যকা গঠন করে এই ধরনের ভূমিরূপ কে ক্যানিয়ন বলে।

ক্যানিয়নের উদাহরণ

এই ভূমিরূপের উদাহরণ হল গ্র্যান্ড ক্যানিয়ন, যা আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর ক্যানিয়ন। এটি পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম ক্যানিয়ন হিসেবে পরিচিত।

ক্যানিয়নের বৈশিষ্ট্য

১) সাধারণত বৃষ্টিহীন চুনাপাথর যুক্ত শুষ্ক অঞ্চলেই ক্যানিয়ন দেখা যায়।
২) পার্শ্বদেশের ঢাল খুবই খারাপ হয়ে থাকে।
৩) ইহা "I" উপত্যকা গঠন করে।
৪) পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয়ের প্রাধান্য বেশি।

Post a Comment

নবীনতর পূর্বতন