উদ্দেশ্য ও বিধেয় কাকে বলে?

উদ্দেশ্য কাকে বলে

বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় অথবা যাকে কেন্দ্র করে কিছু বলা হয় তাকেই উদ্দেশ্য বলে। ইংরেজি ভাষায় উদ্দেশ্যকে subject বলা হয়। যেমন, তন্ময় গান গায়। এখানে তন্ময় সম্পর্কে কিছু বলা হয়েছে তাই তন্ময় এই বাক্যের উদ্দেশ্য।

বিধেয় কাকে বলে

উদ্দেশ্য সম্পর্কে বাক্যে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। ইংরেজি ভাষায় বিধেয়কে predicate বলা হয়। যেমন, তন্ময় গান গায়। এই বাক্যটিতে তন্ময় হচ্ছে উদ্দেশ্য এবং এই বাক্যে উদ্দেশ্যের সম্পর্কে বলা হচ্ছে যে উদ্দেশ্য তন্ময় গান গায় অর্থাৎ গান গায় হচ্ছে এখানে বিধেয়।

উদাহরণ
  • ছেলেরা ফুটবল খেলছে - এখানে ছেলেরা উদ্দেশ্য এবং ফুটবল খেলছে বিধেয়।
  • রাহুল সকালে পড়ে - এখানে রাহুল উদ্দেশ্য এবং সকালে পড়ে বিধেয়।
  • আমার দাদা স্কুলে যায় - এখানে আমার দাদা উদ্দেশ্য এবং স্কুলে যায় বিধেয়।
  • আকাশে পাখি উড়ছে - এখানে আকাশে উদ্দেশ্য এবং পাখি উড়ছে বিধেয়।
  • রিয়া গান গাইছে - এখানে রিয়া উদ্দেশ্য এবং গান গাইছে বিধেয়।

উদ্দেশ্যর সম্প্রসারক

বাক্যের উদ্দেশ্য অংশে একাধিক পদ থাকলে তার মধ্যে যেটি প্রধান সেটিই মূল উদ্দেশ্য এবং মূল উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কযুক্ত অন্যান্য পদ বা পদগুলিকে উদ্দেশ্যের সম্প্রসারক বলে।

বিধেয়র সম্প্রসারক

বাক্যের বিধেয় অংশে একাধিক পদ থাকলে তার মধ্যে যে সমাপিকা ক্রিয়াটি বাক্যের অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করে সেটি হল মূল বিধেয় এবং মূল বিধেয়র সঙ্গে সম্পর্কযুক্ত পদ বা পদসমষ্টিকে বিধেয়র সম্প্রসারক বলে।

Post a Comment

নবীনতর পূর্বতন