ড্রামলিন কাকে বলে? ড্রামলিন কিভাবে সৃষ্টি হয়

ড্রামলিন কি? ড্রামলিন কাকে বলে? ড্রামলিন হল হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট উল্টানো নৌকা বা চামচের ন্যায় ভূমিরূপ।
ড্রামলিন কাকে বলে

ড্রামলিন কি?

ড্রামলিন হল হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট উল্টানো নৌকা বা চামচের ন্যায় ভূমিরূপ। হিমবাহ বাহিত বিভিন্ন আকারের নুড়ি, বালি, পাথর ও কাদা পর্বতের পাদদেশে বহিবিধৌত সমভূমিতে সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা আধখানা ডিম বা চামচের আকৃতির যে ভূমিরূপ গড়ে তোলে তাকে ড্রামলিন বলে। এই নামটি আইরিশ শব্দ "ড্রোইম" বা "ড্রাম" থেকে এসেছে যার অর্থ হলো ঢিবি ড্রামলিন এর আদর্শ দৈর্ঘ্য হল ১-২ কি.মি. ও প্রশস্তি ৪০০-৬০০ মিটার এবং উঁচু ১৫-৩০মি

ড্রামলিন কিভাবে গঠিত হয়?

ইহা হিমবাহের সঞ্চয় কার্যের মাধ্যমে গঠিত ভূমিরূপ। হিমবাহের চলাচলের সময়, তা পলি, বালি, পাথর বহন করে এবং হিমবাহের অগ্রগতির সাথে সাথে, এটি পর্বতের পাদদেশে বহিবিধৌত সমভূমিতে পলি, বালি, পাথর সঞ্চয় হতে থাকে। যার ফলে একটি মসৃণ, দীর্ঘায়িত উল্টানো নৌকা বা আধখানা ডিম বা চামচের ন্যায় ভূমিরূপ তৈরি হয় যা ড্রামলিন নামে পরিচিত।

ড্রামলিনের উদাহরণ

ড্রামলিনের একটি উল্লেখযোগ্য উদাহরণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যের লং আইল্যান্ড ড্রামলিন ফিল্ড। এছাড়াও উত্তর ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড বিভিন্ন স্থানে ইহা দেখতে পাওয়া যায়।

ড্রামলিনকে Basket of Eggs Topography বলা হয় কেনো?

"Basket of Eggs Topography" শব্দটি একটি ড্রামলিন ক্ষেত্রের উপস্থিতির একটি কথ্য রেফারেন্স। এগুলি দল গুচ্ছ ভাবে অবস্থান করার ফলে এটিকে উপর থেকে একটি ঝুড়িতে রাখা ডিমের বিন্যাসের অনুরূপ দেখতে লাগে।  তাই ড্রামলিন গুচ্ছ অঞ্চলকে "basket of egg topography" বলে।

ড্রামলিনের বৈশিষ্ট্য

আকৃতি: ড্রামলিন একটি স্বতন্ত্র প্রসারিত এবং ডিম্বাকৃতির আকৃতির হয়ে থাকে, ইহার একটি খাড়া দিক রয়েছে যে দিক থেকে হিমবাহটি অগ্রসর হয়েছে সেই দিকে মুখ করে, যা স্টস সাইড নামে পরিচিত এবং বিপরীত দিকে একটি মৃদু ঢাল, যাকে লী পাশ বলা হয়।
গঠন: ড্রামলিনগুলি আকারে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে, যার দৈর্ঘ্য প্রায় ১ থেকে ২ কিলোমিটার পর্যন্ত হয় এবং উচ্চতা প্রায় ১৫-৩০  মিটার পর্যন্ত হয়।
ড্রামলিন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ ৷ এগুলি নুড়ি, বালি, কাদামাটি এবং অন্যান্য পলি দ্বারা গঠিত।
ওরিয়েন্টেশন: ড্রামলিন সারিবদ্ধকরণ প্রায়শই হিমবাহের সময় বরফের প্রবাহের দিকের সমান্তরাল হয়, যা তাদের তৈরি করা হিমবাহের গতিবিধি নির্দেশ করে।ইহার হিমবাহ প্রবাহের দিকটি অমসৃণ এবং বিপরীত দিকটি মসৃণ হয়ে থাকে । এগুলি সাধারণত দল গুচ্ছ ভাবে অবস্থান করে, একক ড্রামলিন খুব কম দেখা যায় এবং এগুলি দল গুচ্ছ ভাবে অবস্থান করার ফলে তাদের মধ্যবর্তী নিচু অঞ্চল গুলিতে জল জমে জলাভূমি সৃষ্টি হয় 

আরও পড়ুনঃ

কথোপকথনে যোগ দিন