হিমরেখা কাকে বলে? প্রকারভেদ ও বৈশিষ্ট্য

এই পোস্টে আলোচনা করা হয়েছে ভূগোলের খুবই গুরুত্বপূর্ন একটি প্রশ্ন হিমরেখা কাকে বলে? হিমরেখা কোথায় দেখা যায় উদাহরণ , বৈশিষ্ট্য ও প্রকারভেদ ।
হিমরেখা কাকে বলে

হিমরেখা কাকে বলে

উচ্চপার্বত্য বা মেরু অঞ্চলে অত্যধিক শীতলতার জন্য যে কাল্পনিক সীমারেখার ওপর সারা বছর বরফ জমে থাকে এবং সীমারেখার নিচে বরফ গলে জলে পরিণত তাকে হিমরেখা বলে।

হিমরেখার প্রকারভেদ

হিমরেখা প্রধানত দুই প্রকার যথা ১) স্থায়ী হিমরেখা ২) অস্থায়ী হিমরেখা

স্থায়ী হিমরেখা: ভূপৃষ্ঠের যে সকল হিমরেখা স্থায়ী ভাবে অবস্থান করে অর্থাৎ যে সীমারেখার ওপর সারা বছর স্থায়ী ভাবে বরফ জমে থাকে কখনো গলে না তাকে স্থায়ী হিমরেখা বলে।

অস্থায়ী হিমরেখা: যে সকল হিমরেখা স্থায়ী ভাবে অবস্থান করে না অর্থাৎ শীতকালে উষ্ণতা হ্রাস পাওয়ার ফলে হিমরেখা কিছুটা নিচে নেবে আসে তাকে অস্থায়ী হিমরেখা বলে।

হিমরেখা নিয়ন্ত্রক

ভূমির ঢাল, অক্ষাংশ, হিমবাহের গতিবেগ বায়ুর উষ্ণতা ভূমির উচ্চতা ইত্যাদি প্রাকৃতিক বিষয়ের ওপর হিমরেখার অবস্থান নির্ভর করে।

হিমরেখার অবস্থান

হিমরেখা পৃথিবীর সব জায়গায় একই উচ্চতায় অবস্থান করে না নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা অনেক বেশি থাকায় হিমরেখা অনেক উঁচুতে অবস্থান করে । তাপমাত্রা বেশি থাকায় নিরক্ষীয় অঞ্চলে হিমরেখা 5500 মিটার উচ্চতায় অবস্থান করে। হিমালয় পার্বত্য অঞ্চলে হিমরেখা 4000 - 4500 মিটার উচ্চতায় অবস্থান করে। নাতিশীতোষ্ণ অঞ্চলে 2700 মিটান এবং মেরু অঞ্চলে উষ্ণতা অনেক কম থাকায় হিমরেখা প্রায় সমুদ্র তলে অবস্থান করে।

হিমরেখার বৈশিষ্ট্য

হিমরেখার বৈশিষ্ট্যগুলি হল:
  • হিমরেখার ওপরে সর্বদা বরফ জমে থাকে ।
  • হিমরেখা পৃথিবীর সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না।
  • হিমরেখার উপরে বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয় ।
আরো পড়ুনঃ

কথোপকথনে যোগ দিন