হিমশৈল কাকে বলে? উদাহরণ ও বৈশিষ্ট্য

এই পোস্টে আলোচনা করা হয়েছে ভূগোলের খুবই গুরুত্বপূর্ন একটি প্রশ্ন হিমশৈল কাকে বলে? হিমশৈলের উদাহরণ ও বৈশিষ্ট্য ।
হিমশৈল কাকে বলে
প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো হিমশৈল কাকে বলে? হিমশৈলের উদাহরণ ও বৈশিষ্ট্য । এটি ভূগোলের খুবই গুরুত্বপূর্ন একটি প্রশ্ন যা প্রায়শই পরীক্ষায় এসে থাকে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক ।

হিমশৈল কি

সমুদ্রের স্রোত ও তরঙ্গের আঘাতে মহাদেশীয় হিমবাহ থেকে বিশাল বরফের স্তুপ আলাদা হয়ে সমুদ্র জলে ভাসতে থাকে। সমুদ্র জলে ভাসমান এই পাহাড়ের মতো বিশাল আকৃতির বরফের স্তুপকে হিমশৈল বলে।

হিমশৈলকে ইংরেজিতে Iceberg বলা হয়। Iceberg শব্দটি পর্তুগিজ শব্দ ‘ijsberg’ থেকে উৎপত্তি লাভ করেছে যার অর্থ হল বরফের পর্বত।

হিমশৈলের উদাহরণ

উত্তর আটলান্টিক মহাসাগরে প্রায়শই হিমশৈল দেখতে পাওয়া যায় । ১৯১২ সালে উত্তর আটলান্টিক মহাসাগরে হিমশৈলের আঘাতে বিখ্যাত টাইটানিক জাহাজ ডুবে যায়।

হিমশৈলের বৈশিষ্ট্য

  • সাধারণত মহাদেশীয় হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয়।
  • হিমশৈলের ১/৯ ভাগ জলের উপর ও ৮/৯ ভাগ জলের নীচে থাকে ।
  • সমুদ্রে ভাসতে ভাসতে উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে হিমশৈল গলতে শুরু করে।
  • হিমশৈল গলে গেলে তার মধ্যে থাকা শিলা চূর্ন, কর্দম , পাথর ইত্যাদি সমুদ্রতলে সঞ্চিত হয়ে মগ্নচড়ার সৃষ্টি করে।
আরো পড়ুনঃ

কথোপকথনে যোগ দিন