মগ্নচড়া কাকে বলে? মগ্নচড়া কীভাবে সৃষ্টি হয়
এই পোস্টে আলোচনা করা হয়েছে ভূগোলের খুবই গুরুত্বপূর্ন একটি প্রশ্ন মগ্নচড়া কাকে বলে? মগ্নচড়া কীভাবে সৃষ্টি হয় এবং মগ্নচড়ার উদাহরণ।
মগ্নচড়া কাকে বলে
সমুদ্রের উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনস্থলে শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গলে যায় এবং হিমশৈলের মধ্যে আবদ্ধ থাকা বিভিন্ন আকৃতির নুড়ি, কাঁকর, পলি, পাথর প্রভিতি সমুদ্রতলে দীর্ঘকাল ধরে জমতে জমতে যে অগভীর চড়া সৃষ্টি হয়, তাকে মগ্নচড়া বলে।
মগ্নচড়ার উদাহরণ
উত্তর আমেরিকার উত্তর পূর্ব উপকূলে নিউফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাংক এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জে কাছে ডগার্স ব্যাংক মগ্নচড়ার উদাহরণ।
মগ্নচড়া কীভাবে সৃষ্টি হয়
সমুদ্রের যেখানে উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলন ঘটে সেখানে শীতল স্রোতের সঙ্গে ভেসে আশা হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গলে যায় এবং হিমশৈলের মধ্যে থাকা শিলাখণ্ড, নুড়ি, কাঁকর, বালি ও কাদা সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে মগ্নচড়ার সৃষ্টি করে ।
মগ্নচড়ার গুরুত্ব
মগ্নচড়া অঞ্চলে সমুদ্র জলের গভীরতা কম হওয়ায় ইহা মাছেদের বসবাসের উপযোগী স্থান এবং এই অঞ্চলে মাছেদের প্রিয় খাদ্য প্ল্যাঙ্কটন জন্মায় ফলে এখানে প্রচুর মাছের সমাগম ঘটে। এই জন্য মগ্নচড়াগুলি পৃথিবীর বিখ্যাত বাণিজ্যিক মৎস্য ক্ষেত্রে পরিণত হয়েছে এবং সাম্প্রতিক কালে মগ্নচড়াগুলি থেকে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, ফসফেট, পটাশ, ম্যাগাজিন নুড়ি উত্তোলন করা হচ্ছে।
নিউফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচড়া সৃষ্টি হয়েছে কেন?
কানাডার পূর্ব উপকূলের অদূরে নিউফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে মগ্নচড়া সৃষ্টি হয়েছে কারণ নিউফাউন্ডল্যান্ডের কাছে আটলান্টিক মহাসাগরে দুটি ভিন্নধর্মী স্রোতের মিলন হয়। শীতল ল্যাব্রাডর স্রোতের সঙ্গে ভেসে আশা হিমশৈল গুলি উষ্ণ উপসাগরীয় স্রোতের সংস্পর্শে এসে গলে গিয়ে হিমশৈলের মধ্যে থাকা নুড়ি , কাদা , বালি , পাথর প্রভৃতি সমুদ্র তলে জমা হতে থাকে এবং যুগ যুগ ধরে এইভাবে জমা হওয়ার ফলে এখানে মগ্নচড়ার সৃষ্টি হয়েছে।
আরো পড়ুন:
কথোপকথনে যোগ দিন